স্টাফ রিপোর্টার :
ফেনীতে হাজী নজির আহম্মদ গ্রুপ ব্যাডমিন্টন লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রামপুর ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন ও এস রহমান স্মৃতি সংসদ রানার্স আপ হয়।
শহরের সালাহ উদ্দিন মোড়স্থ মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন উপ-কমিটির আহ্বায়ক শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম, ও হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান মো. নুর উদ্দিন।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে হাজী নজির আহম্মদ গ্রুপের পরিচালক হাজী নুর আজম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজম চৌধুরী, বাহার উদ্দিন বাহার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শামীম আক্তার, পপি আক্তার, প্রচার সম্পাদক রুমা মজুমদার, হোসনে আরা শাকিলাসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য; খেলায় ১৮টি দল অংশগ্রহণ করে। গত সোমবার সন্ধ্যায় এ ব্যাডমিন্টন লীগ শুরু হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”