সুরঞ্জিত নাগ :
১৪২৫ বাংলা বছরকে স্বাগত জানিয়ে পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে আজি নতুনের আহ্বানে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বর্ষবরণ।
নতুন বছরকে নিয়ে বৈশাখ এসেছে বাঙালির দুয়ারে। তাকে বরণ করে নিতে চারিদিকে ঢাকঢোল বাদ্যের সুর। নাচ-গান, কবিতা, বৈশাখী মেলাসহ আর যত অনুষ্ঠান, সব আয়োজন নিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠে ফেনীতে।
নববর্ষের সাজে বেরিয়েছে কিশোর-কিশোরীর দল। রাঙিয়েছে শহরের পিচঢালা পথ মঙ্গল শোভাযাত্রায়। ঢাকের তালে আবহমান বাংলার সংস্কৃতির সংযোজন ছিল শোভাযাত্রায়।
শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জেল রোডের পিটিআই মাঠে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষজন অংশ নেয়।
শোভাযাত্রা শেষে পিটিআই মাঠে চার দিনব্যাপী বাঙ্গালির ঐতিহ্য বৈশাখী মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, জেলা পরিষদের নির্বাহী শারমীন জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুল আলম মজুমদার, জেলা সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী। সঞ্চালনা করেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট রাশেদ মাযহার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বছরের প্রথম দিনটিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ যেমন ঘুচে যায়, তেমনিভাবে গ্রামীণ জীবন ও নাগরিকদের এসে মিলিত হই একই বিন্দুতে। সকল ভেদাভেদ হিংসা-বিদ্বেষ ভুলে বৈষমহীন সমাজ গড়ে তোলার আহ্বান।
এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে কলেজ পর্যায়ে দলীয়ভাবে প্রথম স্থান ফেনী সরকারি কলেজ, দ্বিতীয় স্থান ফেনী ইউনিভার্সিটি, তৃতীয় স্থান ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, মাধ্যমিক পর্যায়ে দলীয়ভাবে প্রথম স্থান ফেনী বালিকা বিদ্যা নিকেতন, দ্বিতীয় স্থান হলি ক্রিসেন্ট স্কুল, তৃতীয় স্থান ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান ফেনী শিশু নিকেতন, তৃতীয় স্থান হলি ক্রিসেন্ট স্কুল, সাংস্কৃতিক সংগঠনে প্রথম স্থান উদীচী শিল্পীগোষ্ঠী, দ্বিতীয় স্থান আর্য সাংস্কৃতিক কেন্দ্র ফেনী ও তৃতীয় স্থান ফেনী শিল্পকলা একাডেমী অর্জন করেছে।
পরে অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন।
শেষে উপস্থিত অতিথিবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন পান্তাভোজনে অংশ নেন।
জেলা প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষবরণের অনুষ্ঠান পালিত হয়।
এদিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশেন (বিএমএ) ফেনীর আয়োজনে বর্ষবরণ উপলক্ষে পান্তা-ইলিশ ও হলি ক্রিসেন্ট স্কুলে বাঙ্গালির ঐতিহ্যবাহী পিঠা-পুলি আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন আচার অনুষ্ঠানের অংশ হিসেবে ফেনীর সোনাগাজীর কুঠিরহাট কালী মন্দিরে চড়ক পূজাসহ জেলার আরো বেশ কয়েকটি মন্দিরেও অনুষ্ঠিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”