স্টাফ রিপোর্টার :
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেন, বিএনপি-জামায়াতের চারদলীয় জোট খালেদা জিয়ার সরকার যখন ক্ষমতায় ছিল তখন সন্ত্রাস-নৈরাজ্যে ও বিভীষিকাময় শাসনামল। ওই সময় দেশে কোনো উন্নয়ন হয়নি। হয়েছে লুটপাট, খুন, রাহাজানি ও নৈরাজ্য।
বিএনপি সরকারের আমলে এদেশের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়নি। ন্যায্য দাবি আদায়ে শ্রমিকরা আন্দোলন করলে খালেদা জিয়ার সরকার রমজান মাসে শ্রমিকদের হত্যা করে। সারের দাবিতে আন্দোলন করলে কৃষকদের গুলি করে হত্যা করে। তাদের কাছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ বাংলাদেশের মানুষ কোনোভাবেই নিরাপদ নয়।
শুক্রবার (২০ এপ্রিল) ফেনীর পরশুরামে বিলোনিয়া স্থলবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া ফেনী-১ আসনে এমপি ও তিন তিন বার প্রধানমন্ত্রী ছিল। মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাঁর নির্বাচনী এলাকায় রাস্তাঘাট ও অবকাঠামোসহ কোনো উন্নয়ন হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন, বিলোনিয়া স্থলবন্দর উন্নয়নমুখী করা ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বিএনপি সরকারের আমলে স্থলবন্দর ছিল লোকসানে, আওয়ামী লীগ সরকারের আমলে এ লোকসান কাটিয়ে লাভজনক অবস্থায় পৌঁছেছে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার উৎখাতে দেশীয় ও আন্তর্জাতিকচক্র তৎপর রয়েছে। এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ও সকল মুক্তিযুদ্ধের শক্তি ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে।
ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফেনী-১ আসনের সংসদ সদস্য জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম জাসদের সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদার বাবুল, জেলা পরিষদের সদস্য সফিকুল হোসেন মহিম, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ সিবিএ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জীবন, পরশুরাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী।
শুরুতে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি ফেনীর পরশুরাম উপজেলা চত্বরে বিলোনিয়া স্থলবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”