পরশুরাম সংবাদদাতা :
ফেনীর পরশুরামে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর পাঁচটি ডিলারদের কাছে জমাট বাঁধা ইউরিয়া সার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নিম্নমানের সার হওয়ায় কৃষকেরা তা কিনতে অস্বীকৃতি জানায়, এতে ডিলারদের প্রায় ২০ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে।
উপজেলায় বোরো মৌসুমে একহাজার মেট্রিক টন ইউরিয়ার চাহিদা থাকলেও ডিলারদের কাছে রয়েছে ৬০০ মেট্রিক টন এর মধ্যে ২০০ মেট্রিক টন শক্ত জমাট বাঁধা ও ব্যবহারের অনুপযোগী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে সার সংকট দূর ও বেশি ফলনের জন্য সরকার প্রতি বছর ভর্তুকি দিয়ে চীন থেকে ইউরিয়া সার আমদানী করে। আর সে আমদানীকৃত সার দেশের বিভিন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্টিলাইজার (বাফা) গোডাউনে মজুদ রাখা হয়। বিভিন্ন মৌসুমে সে সার নিয়োগ প্রাপ্ত বিসিআইসির ডিলারের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকের হাতে চলে যায়। গত কয়েক বছরের সারগুলো ছিল অত্যন্ত নিম্নমানের ও জমাট বাঁধা। আর নিম্নমানের জমাট বাঁধা সার অনেক কৃষকের নিতে রাজি না হওয়ায় গোডাউনে তা মজুদ রাখা হয়।
আমাদানীকৃত নিম্নমানের ওই সব সার বছরের পর বছর মজুদ থাকায় জমাট বেঁধে শক্ত পাথরে পরিণত হয়েছে। ওইসব সার মেয়াদোত্তীর্ন হয়ে গুণগত মান নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক বছরের মজুদ সেই ব্যবহারের অনুপযোগী সারের বস্তা ডিলারদের গোডাউনের ভিতরে স্তুুপ হয়ে থাকায় নতুন সার এলে জায়গার সংকটে বাহিরে খোলা আকাশের নিচে স্তুপ করে ঢেকে রাখা হয়। খোলা জায়গায় থাকায় কুয়াশা, বাতাস আর বৃৃষ্টির কারনে এ সারগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।
সরেজমিনে সার ডিলারদের গুদামে গিয়ে দেখা যায় নিম্নমানের জমাট বাঁধা সারের বস্তা চারপাশে পড়ে আছে। নিম্নমানের হওয়ায় চাষীরা এই সব সার নিচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ডিলার জানান, গোডাউন ইনচার্জকে ম্যানেজ করে সিন্ডিকেটের মাধ্যমে নতুন সার বিতরণ করায় পুরাতন সারগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
পরশুরাম উপজেলার অলকা গ্রামের বোরো চাষী আখতার উদ্দিন জানান, জমাট বাঁধা ও পঁচন ধরায় এই নি¤œমানের ইউরিয়া সার জমিতে দেওয়া হলে কোন জায়গায় বেশি পড়ে আবার কোথাও কম পড়ে। এতে গাছ নষ্ট হয়ে যায়।
অপরদিকে বিসিআইসির সার ডিলার আশরাফ উদ্দিন বলেন, জমাট বাঁধা সার পরির্তন করা না হলে ফেনী জেলাসহ পরশুরামে সার সংকট দেখা দেয়ায় আশংকা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম উপজেলায় কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ধরনের ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









