স্টাফ রিপোর্টার :
সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের আয়োজনে শনিবার (২৮ এপ্রিল) বিকালে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোটের আহ্বানে চরলামছি গ্রামের আবুল কালাম মেম্বারের বাড়িতে তৃণমূল ও মহিলা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার।
আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ভূঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, জেলা পরিষদের সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল আলম জহির, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোদেজা খানম শাহীন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নূরুল ইসলাম ভুট্টো, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মিন্টু ও সাংগঠনিক সম্পাদক আবু নাসের।
এ সময় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন দাগনভূঞা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম বেলাল, সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ, দাগনভূঞা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরের ছাপা পলাশ, শাহজাহান ও দাগনভূঞা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আফছার আঘাত প্রমুখ। সঞ্চালনা করেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারেক আরু মেম্বার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিয়েছে উন্নয়ন ও গণতন্ত্র এবং সজিব ওয়াজেদ জয় দিয়েছে ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছেন। মা-বোনদের সুচিকিৎসা নিশ্চিত করতে শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। ফেনী জেলা আওয়ামী লীগের অভিভাবক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। তাঁর যোগ্য নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশী হয়ে সারাদেশের ন্যায় ফেনীতেও ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। তাই সকল নেতাকর্মীকে এই উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করার আহ্বান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”