সোনাগাজী প্রতিনিধি :
ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর ব্যাবহৃত গাড়ি ভাঙচুর এবং দুটি স্কেভেটর মেশিনে অগ্নিসংযোগের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে ও ১০ জনকে অজ্ঞাত আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন সাংসদের এপিএস জামশেদ আলম রুবেল।
মামলার আসামিরা হচ্ছে, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আইয়ূব নবী ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকার, শহীদুল ইসলাম, মো. আরু মিয়া, ফয়েজ আহম্মদ রুবেল ও আবু জাফর সহ অজ্ঞাতনামা ১০জন।
অভিযোগে জানা গেছে, ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর ব্যবহৃত গাড়ি ভাঙচুর ও তার মালিকীয় দুটি স্কেভেটর গাড়িতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুহুরী সেচপ্রকল্প এলকায় অগ্নিসংযোগ ফাঁকা গুলি করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শনিবার দুপুরে সাংসদ হাজী রহিম উল্যাহ সোনাগাজী বাজারস্থ তার ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ ঘটনার জন্য ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকদের দায়ী করেছেন।
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রাত ১২টার দিকে তার ব্যাবহৃত ল্যান্ডক্রুজার গাড়িটি (ভিএক্স, ভিএইট) (নং- ঢাকা মেট্রো- ঘ- ১৫-৩৯২২) মহুরী সেচ প্রকল্প সংলগ্ন তার মালিকীয় বালি মহলের কাছে রেখে হেঁটে রেগুলটর সংলগ্ন স্থানে যান। কিছুক্ষণ পর সড়ক পথে ও মুহুরী নদী পথে দু’দল দুর্বৃত্ত এলোপাথাড়ি বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি করে। পেট্রলঢেলে দুর্বৃত্তরা তার মালিকীয় দুটি স্কেভেটর গাড়িতে অগ্নি সংযোগ করে পুড়ে দেয়। এসময় তার মালিকীয় ল্যান্ডক্রুজার গাড়িটি প্রায় দু’কিলোমিটার উত্তর দিকে সোনাগাজী-মহুরী প্রজেক্ট সড়কের ৭নং স্লইজ গেইটে ভাঙচুর করে রেখে যায়। খবর পেয়ে সোনাগাজী ফায়ার সার্ভিস দল ও পু্লিশ ঘটনাস্থলে গিয়ে স্কেভেটরের আগুন নিয়ন্ত্রণে আনে এবং সাংসদের ভাঙচুরকৃত গাড়িটি উদ্ধার করে। এতে সাংসদের প্রায় ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তবে মামলার আসামিরা ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারী।
সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”