সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয় থেকে ওমর ফারুক প্রকাশ ওমর (২২) নামে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ। এসময় তার আরেক সহযোগি টুটুল (২২) পালিয়ে যায় বলে পুলিশের দাবি। চোরাই মোটর সাইকেলটিও (ফেনী-হ-১১-৯৫৮৯) জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণজয় গ্রামের আক্রম আলী হাজী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মৎস্য খামারী এনামুল হক তার ব্যবহৃত মোটরসাইকেলটি চরডুব্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রেখে নিকটস্থ তার মালিকীয় মৎস্য খামারে যান।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চরসোনাপুর গ্রামের মিজি বাড়ির মো. সেলিম, সোনাগাজী পৌর এলাকার চরগণেশ গ্রামের মৃত ওয়াজী উল্যাহর ছেলে ওমর ফারুক প্রকাশ ওমর, সোনাগাজী বাজারস্থ চুনিগাজী বাড়ির প্রবাসী মণির আহম্মদের ছেলে টুটুল সহ ৫জন যুবক ওই বিদ্যলয় মাঠ থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। চুনি গাজী বাড়ির গলির ভেতর রাত ৩টার দিকে তিনিজন যুবক জনৈক জাহাঙ্গীরেরর মালিকীয় পিকআপ গাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে ওই পিকআপটির ব্যাটারি চুরি করার চেষ্টা করলে স্থানীয় এক ব্যবসায়ীর মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে সে এগিয়ে গেলে মোটরসাইকেলটি রেখে ওই তিন যুবক পালিয়ে যায়।
সকাল ৯টার দিকে ওমর ফারুক ওই ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি তার বাড়িতে নিয়ে যায়। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে মোটরসাইকেলটির মালিক স্থানীয় মেম্বার সহ সুকৌশলে রোববার রাত ৮টার দিকে ওমরের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ওমরকে আটক করে। ওমরের অপর সহযেগি টুটুলকেও সোনাগাজী বাজার থেকে আটক করে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোকসুদ আলমের কার্যালয়ে নিয়ে যায়। পৌর কাউন্সিলরের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মোটর সাইকেল চুরির সাথে ৫ জন জড়িত বলে স্বীকার করেছে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদের নেতৃত্ব পুলিশদল পৌর কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয় থেকে ওমরকে আটক করে এসময় তার অপর সহযোগি টুটুল সু-কৌশলে পালিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাই মোটরসাইকেলটি জব্দ ও একজন চোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পৌরসভার কাউন্সিলর মো. মোকসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই রাতে তার এক মামাতো ভাইয়ের একটি সিএনজি অটোরিক্সা ও তার ভাইয়ের গাড়ির দুটি ব্যটারি চুরি হয়েছিল। স্থানীয়রা ওমর ও টুটুল নামে দু’যুবককে আটক করলে তিনি তার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ ওমর নামে এক যুবককে আটক করে। এসময় টুটুল নামে অপর যুবক পালিয়ে যায়।
প্রসঙ্গ; গত এক বছরে সোনাগাজী উপজেলায় অর্ধশতাধিক মোটরসাইকেল, অসংখ্য গাড়ির ব্যটারি এবং বেশ কয়েকটি সিএনজি অটোরিক্সা চুরি হয়েছে বলে জানা গেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন