সোনাগাজী প্রতিনিধি :
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ, তার সমর্থক ও আত্মীয়-স্বজনদের উপর যেন রাহুর গ্রাস কাটছে না। তার গাড়ি ভাঙচুর ও দুটি স্ক্যাভেটরে অগ্নিসংযোগের ৪ দিনের মাথায় মঙ্গলবার রাতে এবার তার ভাতিজার মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায়ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারী ছাত্রলীগ ও যুবলীগের দু’নেতা সহ ২৪/২৫জনকে দায়ী করেছে মোটর সাইকেলের মালিক।
ফেনী-৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহর ভাতিজা, ক্ষতিগ্রস্থ মোটর সাইকেল মালিক শেখ ফরিদ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকার ও আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আইয়ূব নবী ফরহাদের নেতৃত্বে ২৪/২৫ জন যুবক কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে সোনাপুর বাজারে তাকে মারধর করে দুটি মোবাইল ফোন ও ৯ হাজার টাকাসহ তার মানি ব্যাগ কেড়ে নিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেলে অগ্নিসংযোগ করলে মোটর সাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকার ও আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আইয়ূব নবী ফরহাদ মুঠোফোনে জানান, তারা বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিফটনের সাথে আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী ও সোনাপুর বাজারে গণসংযোগ করে সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেছেন। তারা এ ঘটনায় জড়িত ছিলেন না। তাদেরকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।
এদিকে ঘটনার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিফটনের গাড়ি বহরে সাংসদ হাজী রহিম উল্যাহর সমর্থকেরা হামলা করলে লিফটনের সর্থকেরা পাল্টা হামলা চালিয়ে মোটর সাইকেলটি পুড়ে দেয়।
তবে এ ব্যাপারে জহির উদ্দিন মাহমুদ লিফটন জানান, তার গাড়ি বহরে বা তার গাড়ির বহর থেকে কোন পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটেনি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করেছে এবং ঘটনায় কারা জড়িত সে ব্যপারে তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
প্রসঙ্গত; গত ২৮ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় সাংসদ হাজী রহিম উল্যাহর ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গড়ি ভাঙচুর ও তার মালিকীয় দুটি স্ক্যাভেটর মেশিনে অগ্নিসংযোগ করে পুড়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও তিনি শনিবার এক সংবাদ সম্মেলনে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও তার অনুসারীদের দায়ী করেছেন। এছাড়া তার এপিএস জামশেদ আলম রুবেল বাদি হয়ে ছাত্রলীগ-যুবলীগের এই দু’নেতা সহ ৮জনের নাম উল্লেখ করে এবং ২৪ জনকে অজ্ঞাত আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”