স্টাফ রিপোর্টার :
ফেনীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার সময় এক ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। তাঁর নাম ইব্রাহিম খলিল (৩৩)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ এলাকার বাসিন্দা। এ সময় তাঁর নিকট থেকে একটি খেলনা পিস্তল ও একজোড়া হ্যান্ডকাপ জব্দ করা হয়। ঘটনার সময় প্রতারককে আটক করতে গিয়ে জাবেদ হোসেন ওরফে সাগর নামে একজন স্থানীয় ব্যবসায়ী আহত হয়েছে। তাঁকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেনী জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্থানীয়রা জানায়, বুধবার (২ মে) সকালে ডিবি কুমিল্লা জ্যাকেট গায়ে দুই যুবক একটি মোটরসাইকেলযোগে ফেনী সদর উপজেলার শর্শদি নিমতলী এলাকায় আসে। তখন সেখানে জাবেদ হোসেন সাগর (২০) নামে এক যুবক স্থানীয় মাদ্রাসার সামনে তাঁর বাবার দোকান খোলার জন্য যাচ্ছিল। ডিবি পুলিশের জ্যাকেট পরা দুইজন ওই যুবকের গতিরোধ করে তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট কেড়ে নিয়ে দুই প্রতারক আবার মোটরসাইকেল ষ্টাট করে চলে যেতে উদ্যত হয়। এ সময় ওই দোকানদার সাগরের সন্দেহ হয়। তখন তিনি মোটরসাইকেলের পেছনের সীটে বসা পোষাকী লোকটার একটি পা টেনে ধরেন। তাদের হাতে থাকা টর্চলাইট দিয়ে সাগরের মাথায় আঘাত করে। টানাহেছড়ার এক পর্যায়ে প্রতারকদের একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। শোরচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভুয়া ডিবি পুলিশকে গণপিটুনী দেয় এবং ফেনী থানা ও ফেনীর ডিবি পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফেনী ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করে ফেনী ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।
ফেনীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ ডিবি পুলিশের পরিচয় ও জ্যাকেট গায়ে দিয়ে প্রতারণা করার সময় একজন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মোটরসাইকেলে থাকা তাঁর সহযোগীর নাম-ঠিকানাও পাওয়া গেছে। তাঁকে ফেনী ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।
তিনি জানান, গত কিছুদিন থেকে ওই এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে। পুলিশ সে সব ঘটনাও তদন্ত করে দেখছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”