স্টাফ রিপোর্টার :
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হরা হবে। ফেনী জেলায় সর্বপ্রথম দাগনভূঞা ও ফুলগাজী উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে। ফেনীর ছেলেমেয়েরা যেন খেলাধুলা করে সুস্থ-সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে এবং জাতীয় পর্যায়ে অবদান রাখবে সে লক্ষ্যে ফেনীতে ১৩ একর জায়গার মধ্যে আন্তর্জাতিকমানের একটি স্টেডিয়াম করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ফেনীর দাগনভূঁঞা উপজেলা পরিষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজাম হাজারী এমপি বলেন, সন্ত্রাসের জনপদ নামে খ্যাত ফেনীর বদনাম ঘুচিয়ে ফেনী এখন শান্তির জনপদ। আজকের যুব সমাজ খেলাধুলায় অংশ নিয়ে সুস্থ ধারায় ফিরে এসেছে। যার প্রমাণ এই সুন্দর জাঁকজমকপূর্ণ ফুটবল টূর্নামেন্টের আয়োজন। তিনি বলেন, ফুটবল খেলার এ আয়োজন শুধু দাগনভূঞা সীমাবদ্ধ রাখলে চলবে না সারা জেলায় ছড়িয়ে দিতে হবে। এ মাঠে যেন জেলার প্রতিটি উপজেলার দলগুলোও খেলায় অংশ নেয়। ওই সুন্দর আয়োজনে তিনি সহযোগিতা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দাগনভূঁঞা উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন ও দাগনভূঁঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন।
দাগনভূঁঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খাঁন চৌধুরী, ফেনী গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি হারুন উর রশিদ, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, পূর্ব চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, রাজাপুর ইউপি চেয়ারম্যান কাসেদুল হক বাবর, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, এয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য ছালেহ আহম্মদ হায়দার, রাবেয়া আক্তার রাবু প্রমুখ।
ফাইনল খেলায় রামনগর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা সদরের আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রামনগর ইউনিয়ন ১-০ গোলে দাগনভূঁঞা সদর ইউনিয়নকে পরাজিত করে।
খেলার দ্বিতীয়ার্ধে রামনগর ইউনিয়নের পক্ষে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান খেলোয়ার ইব্রাহিম। তীব্র প্রতিদ্বন্ধীতাপূর্ণ খেলায় রামনগর ইউনিয়নের খেলোয়াড় সোহেল ও দাগনভূঁঞা সদর ইউনিয়নের খেলোয়াড় জন এনাসকে লালকার্ড প্রদর্শন করে মাঠ থেকে তুলে দেন খেলার রেফারি।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দলকে নগদ এক লাখ ও রানার্সআপ দলকে ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
কানায় কানায় ভরপুর দর্শকের উপস্থিতিতে জনপ্রিয় ফুটবল খেলার ছন্দপতন ঘটাতে পারেনি। প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শক খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, ১৩ এপ্রিল শুক্রবার আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টূনামেন্ট শুরু হয়। টূর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল অংশগ্রহন করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”