স্টাফ রিপোর্টার :
‘দুই সন্তানেই হবে বেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ ও ‘গানে গানে পথে পথে সুখের জয়যাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে ফেনীতে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে বার্তা সমূহ পৌঁছে দিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট রোড শো শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগের ফেনী জেলা থেকে রোড শো উদ্বোধন উপলক্ষে শনিবার (০৫ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব মুহাম্মদ নুরুল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাঠ পর্যায়ের কর্মীদের ওপর পরিবার পরিকল্পনা বিভাগের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। বর্তমান সময়ে বাংলাদেশে মা ও শিশু মৃত্যুর হার কমেছে। যা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। বাল্য বিয়ে রোধ ও পরিবার পরিকল্পনা গ্রহণের জন্য জনগণকে সচেতন করতে হবে। কমিউনিটি ক্লিনিকে মা ও প্রসূতিদের চিকিৎসা সেবার মান বাড়াতে হবে।
পরিবার পরিকল্পনা ফেনীর উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরিবার পরিকল্পনা আইইএম ইউনিট উপ-পরিচালক জাকিয়া আখতার, ফেনী সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. হাবিবুল করিম, সহকারী পরিচালক (সিসি) ডা. এস এম আবদুল্লাহ আল মামুন ও আইইএম ইউনিট ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার বাদশা হোসেন।
বক্তব্য রাখেন- ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও ফেনী জেলা ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ।
মো. ইউনুস ও শাকিলা ইয়াসমিন সুবর্ণার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা সদর উপজেলা কর্মকর্তা ইফতেখার আহমেদ, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগ মাঠ পর্যায় ও ক্লিনিক পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে চ্যানেল আই খ্যাত কন্ঠশিল্পী অভিজিৎ ও অঙ্কনের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা।
শেষে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাসহ ১০টি গাড়ি সহকারে রোড শো শুরু হয়। রোড শো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রাম হয়ে আগামী ৯ মে কক্সবাজারে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”