স্টাফ রিপোর্টার :
সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত স্বামীকে হারিয়ে শেষ ভরসা বড় ছেলে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বুকে চাপা পাথর নিয়ে পৃথিবীতে বেঁচে থাকাই যেন অসহনীয় হয়ে পড়েছে। চারপাশ যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে।
শনিবার সকালে (৫ মে) ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের পূর্ব দরবারপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত মো. ইউসুফের স্ত্রী বিবি হাজেরা চোখ মুছতে মুছতে এ কথাগুলো বলেন।
বিবি হাজেরার স্বামী সম্প্রতি সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মারা যান। গত সপ্তাহে তার লাশ দেশে নিয়ে এলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বড় ছেলে ইরফান ইউনুছ মজুমদার (হিমু) শাহীন একাডেমী স্কুলের এসএসসি পরীক্ষার্থী। গত ২০১৬ সালের জুলাই মাসে চিকিৎসকরা জানান- হিমু মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মতে উন্নত চিকিৎসার জন্য হিমুকে তার চাচা ও মামা গত বুধবার ভারতের কলকাতা টাটা মেমোরিয়াল হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন। ওখানে চিকিৎসা শেষে চেন্নাইয়ের সিএমসি খ্রিস্টান মিশনারী হাসপাতালে নেয়ার কথা রয়েছে। তাঁর চিকিৎসার জন্য সহায়-সম্বল বিক্রি করে এ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে প্রায় ১৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে। কিছুদিন আগে তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মো. ইউসুফ সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মৃত্যুতে নেমে আসে হতাশা।
বিবি হাজেরার ১১ বছর বয়সী ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া আদনান ইউসুফ মজুমদারকে বুকে জড়িয়ে বলেন, ক্যান্সার আক্রান্ত হিমুর চিকিৎসা ব্যয়তো দূরের কথা, সংসারের খরচ চালানোও অসাধ্য হয়ে পড়েছে। তাঁর বুকের ধন হিমুকে এ সুন্দর পৃথিবীতে বাঁচিয়ে রাখতে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক-মানবিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”