স্টাফ রিপোর্টার :
ফেনীর সোনাগাজীতে একটি মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষায় ১৩জন শিক্ষার্থী অংশ নিয়ে একজনও পাশ করতে পারেনি।
মাদ্রাসা বোর্ডের অধীন অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফল রোববার প্রকাশিত হয়। এতে দেখা যায় উপজেলার উত্তর চর মজলিশ মোহাম্মদিয়া কাদেরিয়া (রহঃ) দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থীও পাশ করেনি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে র্তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দেয়।
আবু আহম্মদ নামে একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানায়, ‘কত কষ্ট করে ছেলেদের মাদ্রাসায় পাঠানো হয়, কিন্তু ফেল করার খবর কোন অভিভাবক শুনতে চায় না। ফেলের জন্য তিনি শিক্ষকদের গাফিলতিতে দায়ি করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ আইনুর রেজা বলেন, এবারই এ মাদ্রাসা থেকে প্রথম দাখিল পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিনি অল্প কিছুদিন আগে মাদ্রাসার দায়িত্ব নেন। এলাকার দরিদ্র পরিবারের ছেলেরা মাদ্রাসায় ভর্তি হয়। তার ওপর মাদ্রাসায় গত এক বছর মাদ্রাসায় নির্মান কাজ চলার কারনে ঠিকমত ক্লাস করানো যায়নি। মাদ্রাসায় শিক্ষক সল্পতাও রয়েছে। পরীক্ষার নম্বরপত্র হাতে ফেলে কি কারনে ফলাফল এতো খারাপ হয়েছে বলা যাবে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন- ওই মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত জানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। ইতিমধ্যে তিনিও খবর নিয়েছেন। কয়েকজন শিক্ষার্থীও অভিভাবক পরীক্ষার খাতা পূনঃমূল্যায়নের জন্য আবেদন জানাবেন বলে শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”