সুরঞ্জিত নাগ :
ঘড়িতে তখন বাজে সকাল ১১টা ১৫মিনিট। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা ২নং কক্ষে টেলিমেডিসিন কর্ণারে গিয়ে দেখা যায়, ৪৩ ইঞ্চি একটি এলইডি টিভি ও ১টি কম্পিউটারের সাহায্যে রোগীরা তাদের সমস্যার কথা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রান্ত থেকে সরাসরি তুলে ধরেন। সেসব কথা শুনে অপর প্রান্ত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক তাৎক্ষনিক সমস্যা চিহ্নিত করে ব্যবস্থাপত্র দিচ্ছেন।
উপজেলার জয়পুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা চর্মরোগী তাবাসসুম (১৪) জানায়- সে চলতি বছরের মার্চ মাসের ১২তারিখে টেলিমেডিসিন থেকে চিকিৎসা সেবা নিয়ে উপকৃত হয়েছেন। গতকাল সোমবার পুনরায় দেখানোর পর চিকিৎসক তাকে নতুন ব্যবস্থাপত্র দিয়েছেন। সে জানায়, সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে গিয়ে সেবা নেয়ার এ সুযোগ ফেনীর আর কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে নেই।
জানা যায়, বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ ডিজিটাল ব্যবস্থা চালু করা, এর মাধ্যমে দেশের জনগণের নিকট সরকারের সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া। মানুষ যেন ঘরে বসেই সরকার প্রদত্ত সেবা পেতে পারে সে বিষয়টি নিশ্চিত করা। এরই ফলশ্রুতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ফেনী জেলার শুধুমাত্র ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন চালু করা হয়েছে। গত এক বছর দুই মাসে ১০২০জন বিভিন্ন রোগী স্বাস্থ্য সেবা নিয়েছে।
প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যেসব রোগীরা ঢাকা-চট্টগ্রাম গিয়ে সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে সেবা নেয়ার সুযোগ জুটে না। বেশিরভাগ তারাই বিনামূল্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নিচ্ছেন।
সোমবার দুপুরে ছালনগাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিমেডিসিন কর্ণারটি পরিদর্শন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।
এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা ফাতেমা চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন, জেলা জাসদ ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। এর আগে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন। সভায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।
টেলিমেডিসিন সেবার দায়িত্বে থাকা মো. সুমন জানান, সপ্তাহে ছয় দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ মানুষ এ সেবা পেয়ে থাকেন। প্রতিদিনই রোগী আসেন। রোগীরা তাদের সমস্যার কথা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রান্ত থেকে সরাসরি তুলে ধরেন। সেসব কথা শুনে ওই প্রান্ত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক তাৎক্ষনিক সমস্যা চিহ্নিত করে ব্যবস্থাপত্র দেন। একটি নির্দিষ্ট সময়ের পর রোগীরা ফলোআপ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকের সাথে পুনরায় যোগাযোগ করতে পারেন।
টেলিমেডিসিন কর্ণারে আসা আরেকজন রোগী শুভ (৮) তার মায়ের সাথে আসে। জানা যায়, শুভ দীর্ঘদিন ধরে তার নাক ও কানে প্রচন্ড ব্যাথা অনুভব করছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালের একজন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ তার নাক-কান প্রদাহ রোগ চিহ্নিত করে একটি ব্যবস্থাপত্র দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন বলেন, গত বছরের ১২ মার্চ ছাগলনাইয়ায় টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। বিশেষ করে অসহায় ও গরীব রোগীরা নাক, কান, গলা, চক্ষু, দন্ত, প্রসূতিসেবাসহ জটিল ও বিভিন্ন রোগের সেবা নিচ্ছেন।
প্রসঙ্গত; টেলিমেডিসিন কর্ণারে ৪৩ ইঞ্চি একটি এলইডি টিভি, ১টি কম্পিউটার, আল্ট্রামেশিন, ইসিজি, প্রেসার মাপার যন্ত্র, চর্মরোগ চিহ্নিত করা ও বিভিন্ন সরঞ্জাম রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”