স্টাফ রিপোর্টার :
রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে ফেনী থেকে দৌড়ে কক্সবাজার যাচ্ছেন এমেকাসহ নাইজেরিয়ান দুই ফুটবল খেলোয়াড় মঙ্গলবার সকালে যাত্রা শুরু করেন।
কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে দৌড়ে রওয়ানা হয়েছেন বিশ্বকাপ ফুটবলে নাইজিরিয়ার প্রতিনিধিত্ব করা এমেকা ইউজিগো। তার সঙ্গে রয়েছেন নাইজিরিয়ান ফুটবলার স্টেইনলী চিজিউকি ওকোলাই।
মঙ্গলবার (৮ মে) ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি শেষে সকাল সাড়ে ৭টায় তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
এ সময় সার্কিট হাউজে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
যাত্রা বিরতিকালে এমেকা জানান, ওয়ার্ল্ড ফুটবলারস ফোরামের আহ্বায়ক ড. আব্দুল ওয়াদুদের আমন্ত্রণে কক্সবাজারের কুতুপালংয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অর্থ সহায়তার জন্য তহবিল সংগ্রহে মাঠে নেমেছেন।
তিনি জানান, বিপন্ন ও মানবতার পাশে দাঁড়াতে সবার সহমর্মিতা নিতে কলকাতা থেকে সড়ক পথে দৌড়ে ঢাকায় আসেন। পরে ঢাকা থেকে দৌড়ে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।
রোহিঙ্গাদের সহয়তার জন্য ভারত ও বাংলাদেশে দু’টি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজনের কথাও জানান এমেকা।
তিনি আরও জানান, ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশের মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। এখানে খেলেই ১৯৯৪ সালে নাইজিরিয়ার হয়ে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন। আগামী জুন মাসে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সব ভেন্যুতে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে প্ল্যাকার্ড প্রদর্শন করা হবে। এতে নেতৃত্ব দেবেন এমেকা।
এর আগে, রোববার (৬ মে) রাজধানীর হাতিরপুলে অবস্থিত ফিকামলি সেন্টারের প্লাটিনাম জিম প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এমেকা তার সফরের বিস্তারিত সাংবাদিকদের জানান। সোমবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”