স্টাফ রিপোর্টার :
ফেনীর ফুলগাজী থেকে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে বিক্রি করে দেয়ার দেড় মাস পর চট্টগ্রামের সীতাকুন্ডে তার কবর শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে মো. হেলাল (৫৩) ও বিবি কুলসুমা (২৬) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪শে মার্চ ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন গাবতলা গ্রাম থেকে নিখোঁজ হন জাহেদা খাতুন। এর ১৪ দিন পর গত ৮ এপ্রিল একটি মোবাইল ফোন থেকে জাহেদার ভাইকে ফোন করে, তার মৃত্যুর খবর জানানো হয়। পরবর্তীতে পুলিশকে বিষয়টি জানালে, মোবাইল ফোনের সূত্র ধরে সীতাকুন্ড থেকে এক দম্পতিকে আটক করে তারা।
তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী জাহেদা বেগমের কবর সনাক্ত করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফুলগাজী থানায় একটি হত্যা মামলা করেছেন।
আটককৃত নারী বলেন, ‘আমি তাকে নিয়ে নুর আলমের কাছে দিয়েছি। নুর আলম নিজে তার সঙ্গে খারাপ কাজ করেছে তারপর মানুষ দিয়ে করিয়েছে। সে তাকে খোকনের হাতে দিয়েছে। সেখানে সে অজ্ঞান হয়ে গেলে তাকে চট্টগ্রামের ফৌজদারহাট হাসপাতালে নিয়ে গেছি। দুইদিন পর সে মারা গেছে।’
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘আমরা যাদের গ্রেপ্তার করেছি তাদের কাছে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। তারা কিভাবে অপহরণ করেছে, কোথায়, কারা ধর্ষণ করেছে। ধর্ষণের পর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে এবং মারা যাওয়ার পর যেখানে তার লাশ পুঁতে ফেলা হয় সেই জায়গাটাও আমাদের দেখিয়েছে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ায় আমরা লাশ উঠানোর ব্যবস্থা করবো।’ তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে স্বীকারোক্তি নেয়ার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”