মোতাহের হোসেন ইমরান :
ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের উপস্থিতে সোনাগাজীতে সরকারি সেবা কার্যক্রম জনগণের দৌরগড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন সরকারি অফিস ও স্থানীয় জনসাধারণের সাথে গণশুনানি বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের উপস্থিতিতে গণশুনানিতে স্থানীয় জনগণ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধনে অতিরিক্তি ফি আদায়ের অভিযোগ এনে বদলির দাবি করেন, (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সাংসদ হাজী রহিম উল্যাহ এমপির বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও ওঠে আসে। এছাড়া সাধারণ জনগণের দূর্ভোগ লাঘবে সোনাগাজীর দুইটি স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিরসনকল্পে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।
এসময় জেলা প্রশাসকের নিকট আমিরাবাদ ইউনিয়নের সদস্য ওহিদ উদ্দিন স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হালিমের বিরুদ্ধে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনে দ্রুত তার বদলীর দাবি করেন।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, পর্যটন এলাকা মুহুরী প্রকল্প এলাকায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূইয়া) স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ এমপি অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ করেন।
সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হান্নান সোনাগাজীর দুইটি স্বাস্থ্য কমপ্লেক্সে, চিকিৎসক – লোকবল সংকট ও দক্ষিণাঞ্চলের জনসাধারণের দূর্ভোগ লাঘবের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে ফ্লাইওভার অথবা ওভারপাস নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট অনুরোধ জানান।
জেলা প্রশাসক মনোজ কুমার রায় উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের বক্তব্য শুনে জনগণের দৌরগড়ায় সেবা কার্যক্রম পৌঁছে দিতে এবং সর্বোচ্ছ নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নিদের্শ দেন এবং সমস্যাসমূহ দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে পদক্ষেপ গ্রহণের জন্য বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহমেদ, সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাগাজীর ডেপুটি জেনারেল ম্যানেজার মহিউদ্দিন মোশাহেদ উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি নাছির উদ্দিন, চরমজলিশপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ হোসেন, বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক খোকন, মঙ্গলকান্দি ইউনিয়নের মোশারফ হোসেন বাদল, মতিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, আমিরাবাদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মোমিন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”