আবু ইউসুফ মিন্টু :
ভূমি বিরোধকে কেন্দ্র করে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত বুধবার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন উপজেলা আইন-শৃংখলা সভায় এ অভিযোগ করেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের নিজ ভূমিতে প্রাচীর নির্মাণকালে গত মঙ্গলবার আওয়ামী লীগ নেতা ও খন্ডল হাই বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মহি উদ্দিন রবির জায়গা রয়েছে বলে দাবি তুলে নির্মাণ শ্রমিক ও পরিষদের গ্রাম পুলিশ আবদুল খালেককে মারধর করে কাজ বন্ধ করে দেয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু, পরশুরাম মডেল থানার ওসি আবুল কাশেম চৌধুরীসহ সদস্যবৃন্দ।
সূত্রে জানা গেছে, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ১২৭১ দাগের ভূমি আন্দরে ৩.৮৯ শতক ভূমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা একে এম মহি উদ্দিন রবি ও তার স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে জায়গার মালিকানা দাবি করে চলতি বছরের ২৩ এপ্রিল ফেনীর সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। ওই মামলায় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনকে বিবাদী করা হয়েছে।
মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাদী বিভিন্ন কারণে নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনকে সমর্থন করতে পারেনি। এ ক্ষোভে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জাকির হোসেন হয়রানি করতে একে এম মহি উদ্দিন রবি ও তাঁর স্ত্রী খাদিজা আক্তারের ক্রয়সূত্রে মালিকীয় জমি দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর নির্মাণের পাঁয়তারা করে।
অপরদিকে বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, একে এম মহি উদ্দিন রবি ও তাঁর স্ত্রী খাদিজা আক্তার আদালতে মিথ্যা অভিযোগ দিয়ে ইউনিয়ন পরিষদের মালিকীয় দখলীয় জায়গায় সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদান করে। ঘটনার দিন নির্মাণ শ্রমিক ও গ্রাম পুলিশকেও মারধর করে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, বিষয়টি অবহিত হয়েছি- লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









