অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেট ম্যাচে প্রায়ই দেখা যায় হঠাৎ মাঠে ঢুকে পড়েছেন দর্শক। দৌড়ে যাচ্ছেন প্রিয় খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাতে। তবে বাংলাদেশে এমন দৃশ্য বিরল। কড়া নিরাপত্তা পেরিয়ে মাঠে ঢুকে পড়তে দেখা যায় না দর্শকদের। তবে সেই বিরল দৃশ্যই দেখা গেল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলা কালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ঘটনাটি ঘটেছে শনিবার আফগানিস্তানের সিরিজ নির্ধারনী ম্যাচের ২৯তম ওভারে। ওভারের তৃতীয় বলটি করতে যাচ্ছিলেন তাসকিন আহমেদ। এমন সময় হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক দর্শক। দৌড় দিয়ে এগিয়ে আসেন মিড অনে দাঁড়ানো অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দিকে। সঙ্গে সঙ্গেই দৌড়ে আসেন নিরাপত্তাকর্মীরা। ধরে ফেলেন মাঠে ঢুকে পড়া সেই দর্শককে।
মাশরাফি অবশ্য তখন বাঁচানোরই চেষ্টা করেছেন তার ভক্তটিকে। নিরাপত্তাকর্মীরা শুরুতে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সেই দর্শককে। তখন সবাইকে শান্ত করেছিলেন মাশরাফি। মাঠে ঢুকে পড়ার অপরাধে তাকে যেন মারধর করা না হয়, নিরাপত্তাকর্মীদের হয়তো তেমনটাই বলছিলেন বাংলাদেশের অধিনায়ক। পরে বিসিবির নিরাপত্তা কমিটির কর্মকর্তা জানিয়েছেন যে, সেই দর্শককে নিয়ে যাওয়া হয়েছে মিরপুর থানায়।
গত জুলাইয়ে গুলশান হামলার পর বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছিল ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে। শেষপর্যন্ত অবশ্য বাংলাদেশে পৌঁছে গেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। নিরাপত্তা সংক্রান্ত এই জটিলতার মধ্যে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা হয়তো নতুন করে ভাবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীর সোনাগাজীতে জেলা শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট
- » ফেনী পৌর ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও ঈদ পূণর্মিলনী
- » ফেনীতে উচ্ছ্বাস ফুটবল টুর্নামেন্টে কেএমহাট ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন
- » ফেনীর মাহবুবুল হক পেয়ারা সুইমিংপুল ২৫ বছরেও চালু হয়নি! # এখন এটি বখাটে ও মাদকসেবীর আড্ডাখানা, পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, দেয়ালে ধরেছে ফাটল
- » ফেনীতে লিভারপুল ক্লাবের নতুন কমিটি: তিতু সভাপতি, তানিম সম্পাদক
- » ফেনীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
- » ৪৩ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা: কুড়িগ্রাম জেলাকে হারিয়ে ফেনীর হ্যাট্রিক জয়
- » এলাহীগঞ্জ প্রিমিয়ার লীগ( ইপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
- » ফেনী রিয়েল টাইম ক্রিকেট একাডেমীর অভিষেক ও জার্সি উন্মোচন
- » ফেনীর পরশুরামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ