প্রতিনিধি
আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচী পালন করেছে নুসরাতের পরিবার ও মৃত্যুদন্ড প্রাপ্ত ১৬ আসামীর পরিবার ও স্বজনরা। রবিবার সকালে নুসরাতের পরিবারের পক্ষে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। এদিকে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই ওই হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত ১৬ আসামির পরিবার পরিজন ও স্বজনরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ।
সংবাদ সম্মেলনে নুসরাতের ভাই ম্হমুদুল হাসান নোমান বলেন , নুসরাতের হত্যার ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করতে মরিয়া হয়ে উঠেছে একটি পক্ষ। তারা সোশাল মিডিয়াসহ নানাভাবে তাদের জড়িয়ে হয়রানী ও গুজব ছড়াচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় সকল তথ্য প্রমাণ সহকারে আদালত মামলার রায় ঘোষণা করেন। আদালতের রায়কে তারা প্রশ্নবিদ্ধ করছে এবং মৃত নুসরাতকে নিয়েও নানা কল্পকাহিনী রটাচেছ। এ ছাড়াও আমাদের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানী করছে। স্থানীয় এক সাংবাদিক ও পলাতক দন্ডপ্রাপ্ত ইলিয়াস হোসেন গংরা আদালতের ঘোষিত রায়ের বিরুদ্ধাচরনসহ কুৎসা রটনা, মানববন্ধন করতঃ বিতর্কি ত মন্তব্য করে আদালতকে জনমনে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। তাদের এ সমস্ত বিতর্কিত ও অপরাধমূলক কর্মকান্ডের কারণে বর্তমানে আমি ও আমার পরিবারের প্রতিটি সদস্য চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানান।
অন্যদিকে দুপুরের দিকে ফেনী প্রেসক্লাবের সামনে নুসরাত হত্যা মামলাটি পূন:তদন্তের দাবীতে মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত ১৬ আসামীর পরিবার ও তাদের স্বজনরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক আইনের মধ্য থেকে তাদের সহযোগিতার আশ্বাস দেন। পরে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দন্ডিতদের স্বজনরা জানায়, নুসরাত জাহান রাফির মৃত্যু, হত্যা না আত্মহত্যার মাধ্যমে হয়েছে , এর বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের দাবী জানান।
তাই মামলার আসামীদের বিরুদ্ধে ফাসিঁর রায় বাতিল করে বিচার বিভাগীয় পুনঃতদন্তের দাবী তোলেন দন্ডিতদের স্বজনরা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ এপ্রিল মাদ্রাসা থেকে নুসরাত জাহান রাফিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান। ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান ৮ই এপ্রিল সোনাগাজী থানায় হত্যাচেষ্টা মামলা করলে ও পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ওই মামলায় একই বছরের ২৪ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ১৬ আসামির সবাইকে মৃত্যুদন্ড দেয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীর সোনাগাজীতে জেলা শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট
- » ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত-১
- » মুক্তিযুদ্ধের সংগঠক এনামুল হক এনাম মিঞার ২২তম মৃত্যু বার্ষিকী ১৮ এপ্রিল
- » সোনাগাজীর ভোরবাজারে বিএনপি পরিবারের আয়োজনে ইফতার মাহফিল
- » ফেনীর সোনাগাজীতে ভার্চুয়ালী সভায় তারেক রহমান- সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কিনা সজাগ থাকতে হবে
- » ফেনীতে শ্রেষ্ঠ জয়িতা লুৎফুন নাহারকে সংবর্ধনা প্রদান
- » সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর ৫ দিনের রিমান্ড
- » বজ্রপাতে প্রাণ হারালো যুবক
- » সোনাগাজীতে অপহৃত স্কুলছাত্রী ৪ দিন পর উদ্ধার
- » সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণের দাবীতে মানববন্ধন