বিশেষ প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ডাকাতির পর স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। শনিবার র্যাব-৭ ও ৮ এর যৌথ বাহিনীর দল মঠবাড়িয়া থানাধীন চরদুয়ানী বাজার এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন, মঠবাড়িয়ার দক্ষিণ ভেচকি গ্রামের মো. ইউসুফের ছেলে মো. রাকিব (২০) ও একই এলাকার মৃত আবদুল কুদ্দুস মালের ছেলে মো. আয়নাল মাল (৩২)। এর আগে পুলিশ গত ৩০ অক্টোবর রাতে মো. জাফর হাওলাদর (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি পিরোজপুরের মঠবাড়িয়ার বেসকী টিকিকাটা এলাকার মো. আলতাফ হাওলাদারের ছেলে।
সোনাগাজী থানা পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গত ৩০ ডিসেম্বর রাতে মো. জাফর হাওলাদার নামে একজনকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেন। আসামির তথ্যের ভিত্তিতে অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য সোনগাজী থানা পুলিশ র্যাবের সহায়তা চায়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার র্যাব আরও দুই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারের সময় আসামি মো. রাকিবের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত লাল রঙের পালসার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। গ্রেফতারৃতরা আসামিরা ডাকাতি ও খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
গত ৩০ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে দুটি মোটারসাইকেলে এসে ডাকাত দলের চার সদস্য অর্জুন চন্দ্র ভাদুড়ী (৫৭) স্বর্ণের দোকানে প্রবেশ করে। এ সময় চাপাতি দিয়ে তাকে কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশ জখম করে। একপর্যায়ে তারা দোকানের শোকেস ভেঙে ও লকার খুলে ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৮ লাখ টাকা। এ সময় অর্জুন চন্দ্রের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান।
পরে গুরুতর আহত অর্জুন চন্দ্র ভাদুড়ীকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছেলে গত ১ নভেম্বর ফেনীর সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি খালেদ দাইয়্যান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীর সোনাগাজীতে জেলা শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট
- » ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত-১
- » মুক্তিযুদ্ধের সংগঠক এনামুল হক এনাম মিঞার ২২তম মৃত্যু বার্ষিকী ১৮ এপ্রিল
- » সোনাগাজীর ভোরবাজারে বিএনপি পরিবারের আয়োজনে ইফতার মাহফিল
- » ফেনীর সোনাগাজীতে ভার্চুয়ালী সভায় তারেক রহমান- সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কিনা সজাগ থাকতে হবে
- » ফেনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব
- » সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর ৫ দিনের রিমান্ড
- » বজ্রপাতে প্রাণ হারালো যুবক
- » টানা বর্ষনে তলিয়ে গেছে ফেনী শহরের বেশিরভাগ সড়ক, ভোগান্তি চরমে
- » সোনাগাজীতে অপহৃত স্কুলছাত্রী ৪ দিন পর উদ্ধার