ছাগলনাইয়ার গোপালে জমি সংক্রান্ত বিরোধ
বিশেষ প্রতিনিধি
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর কাছে ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মানিকের বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ করে বিচার চাইলেন পশ্চিম গোপাল গ্রামের মো. খোরশেদ আলম ও তার স্ত্রী। নিজাম উদ্দিন হাজারী বিষয়টি মিমাংসা করে দিবেন বলেও জানান। তাকে অবহিত করার পর মানিক চেয়ারম্যান উত্তোজিত হয়ে পরেন। তিনি ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
বৃহস্পতিবার (০৬ জুলাই) ফেনী শহরের একটি রেস্টুরেন্টে ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের পশ্চিম গোপাল গ্রামের মুজিব উল্লাহর ছেলে মো. খোরশেদ আলম সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। এসময় তিনি বলেন, তাঁর শ^শুড়ের দুই মেয়ে ছাড়া কোন ছেলে সন্তান নেই। শ^শুর জীবিত থাকাকালীন সময়ে তার দুই কন্যা জাহানারা বেগম ও সকিনাকে তার মালিকীয় ১৭ শতাংশ জমি সাফ কবলা দলিল মূলে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে তার শ্যালিকা সকিনার টাকার প্রয়োজন হলে তিনি ওই সম্পত্তি থেকে তার মালিকীয় সাড়ে ৮ শতাংশ জমি মানিক চেয়ারম্যানের কাছে বিক্রি করেন। বাকী সাড়ে ৮ শতাংশ জমি তাঁর স্ত্রীর জাহানারার মালিকানায় রয়েছে। চেয়ারম্যান মানিক তাঁর শ্যালিকা তেকে সাড়ে ৮ শতাংশ জমি ক্রয় করে তাঁর স্ত্রীর অংশসহ পুরো ১৭ শতাংশ জমি দখল করে নেন। তিনি আইন-আদালতের তোয়াক্কা না করে ক্ষমতা খাটিয়ে তাঁর স্ত্রীর জমিও জবর দখল করে ফেলেন।
খোরশেদ আলমের স্ত্রী জাহানার বেগম বলেন, জমিটিতে আমরা বাড়ি করার জন্য মাটি ফেলার পর থেকে চেয়ারম্যান মানিক আমাদের ভয় ভীতি দেখান শুরু করেন। জমিতে গেলে আমাদের মেরে ফেলার হুমকি দেন। তার হুমকিতে ভয় না পেয়ে আমরা নিজের জমিতে গেলে চেয়ারম্যান মানিক তার বাহিনী দিয়ে আমাদেরকে বেশ কয়েকবার মারধর করেন। এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের কাছে ধর্ণা দিয়েও কোন প্রতিকার না পেয়ে তিনি ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে অবহিত করি ।
গত বুধবার মানিক চেয়ারম্যান ও তার দলবল বাড়ির সামনে এসে আমার ছেলে রনিকে মারপিট করে। তার আতœচিৎকারে আমার অপর ছেলে আবদুল মান্নান নাঈম ও আমি এগিয়ে এলে তারা আমাদেরও বেদম মারধর করে। আহত অবস্থায় আমরা ছাগলনাইয়ার হাসপাতালে যেতে চলে পথিমধ্যে মানিক, দিদার ও বাদশাসহ বেশ কয়েকজন আমাদের গতিরোধ করে। পরবর্তীতে আমরা অন্য পথে ফেনী জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নিয়।
জাহানার আরো বেগম বলেন, এ ব্যাপারে ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ দায়ের করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোন পদক্ষেপ নেয়নি। মানিক চেযারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা তাদের নিয়মিত প্রাণ নাশের হুমকি দিচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন।
এ ব্যাপারে আজিজুল হক মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন , এটা তার ক্রয়কৃত সম্পতি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » প্রবাসীকে হামলা ও খুন করে লাশ গুম করার হুমকির প্রতিবাদ
- » ছাগলনাইয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ বিএনপি নেতা মজনুর
- » ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে বেকাররা- নাসিম এমপি
- » সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে নির্বাচনের কেন্দ্রে ফেনীর কাউন্সেলর
- » ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীকে বেতন-ভাতা ফেরত দিতে হচ্ছে না: চেম্বার আদালত
- » কিশোরের পায়ুপথে টয়লেটের ব্রাশ ঢুকিয়ে নির্যাতন
- » ছাগলনাইয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- » ফেনীর ছাগলনাইয়া অবৈধ উপজেলা চেয়ারম্যানের ৫ বছরের বেতন ভাতা ফেরতের নির্দেশ
- » নতুন ঘর পেলেন হতদরিদ্র পারুল আক্তার
- » পায়রা ইয়ুথ সোসাইটির উদ্যোগে সেলাই মেশিন বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ