নুরুল আমিন হৃদয় :
সারা পৃথিবীর মত বাংলাদেশে করোনা সংক্রমন বেড়ে চলছে।
বিশ্ব স্বাস্হ্য সংস্হা মানুষকে সতর্ক থাকতে বেশ কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছে। মাস্ক ব্যবহার করতে হবে, একজন মানুষ আরেকজন মানুষ থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
হাঁচি বা কাশি দেয়ার সময় নাক-মুখ ঢেকে রাখতে হবে না হলে কনুই বাঁকিয়ে তার মধ্যে হাঁচি-কাশি দিতে হবে। পারলে হাঁচি ও কাশি দেয়ার সময় টিস্যু ব্যবহার করতে হবে, যাতে এর মাধ্যমে জীবানু অন্যদের মধ্যে ছড়িয়ে না পরে। পরে টিস্যুটি ফেলে দিয়ে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।
তাদের মতে হাঁচি-কাশির নিয়ম মেনে চললে আশেপাশের মানুষকে ফ্লু বা কোভিড-১৯ এর মতো সংক্রমণ থেকে মুক্ত রাখা সম্ভব।
নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। সাবান পানি দিয়ে হাত ধোয়া হলে তা হাতে থাকা জীবাণুকে মেরে ফেলে। একই কারণে সাবান-পানি না থাকলে অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড রাব বা স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে।
আসলে বিশ্ব স্বাস্হ্য সংস্হা অনেক কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন। বিশ্ব স্বাস্হ্য সংস্হা যে বিষয় গুলোর উপর নজর দিয়েছে এগুলো তো সঠিক। বিশ্ব স্বাস্হ্য সংস্হা এগুলো বললোনা দেশের সাধারণ নাগরিক হিসেবে তো এগুলো মেনে চলা সবার প্রয়োজন। একজন সাধারণ হিসেবে সবাই এগুলো মেনে চললে সমস্যা কি!
এই পর্যন্ত আমাদের দেশের সব মানুষ কি এই নিয়ম কানুন গুলো মেনে চলার চেষ্টা করেছেন? মার্কেট গুলোতে একের পর এক ভীড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী সমিতিকে কষ্ট করতে হয়েছে। এরপরও কিছু মানুষকে কি এখনো মার্কেটে যাওয়া বন্ধ করেছে? এদেশের প্রবাসীরা অনেক কষ্ট করে তার পরিবার পরিজনের জন্য টাকা পাঠাচ্ছেন। আর তাদের কষ্টার্জিত টাকা নিয়ে অনেক প্রবাসীর পরিবার সকাল বিকেল মার্কেটে দৌড়াচ্ছে। ভয় পাচ্ছেনা করোনাকে। চিন্তা করছেনা তার প্রিয় মানুষটির কথা যে কত কষ্ট করে প্রবাস থেকে দেশে টাকা পাঠাচ্ছেন।
প্রতিদিনে মানুষের জীবন যাত্রায় করোনা থেকে বাঁচতে স্বাভাবিক নিয়ম গুলো মেনে চলার জন্য পত্রিকা টিভি স্যোশাল মিডিয়ায় মানুষ সতর্ক করে যাচ্ছে। কিনতু এই নিয়ম গুলো কেউ মানছেন,আবার কেউ মানছেনা। বলা প্রয়োজন অতীতের স্বাভাবিক জীবনযাত্রার এর সময় কেউ কাউকে এই নিয়ম পালন করার জন্য বলেনি। বর্তমানে সারা পৃথিবীর এই দুর্বিষহ সময়ে মানুষের মাঝে প্রতিদিনের চলাফেরায় সতর্ক থাকতে হবে প্রতিটি মানুষকে।
অনেককেই মুখে মাস্ক নাক খোলা, আবার নাকে মাস্ক মুখ খোলা, কারো মাস্ক থাকে পকেটে।
তাই মনে রাখতে হবে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, আর বের হলে মাস্ক,হাতে গ্লাভস, অন্তত তিন মিটার সামাজিক দুরত্ব বজায় রাখুন। নিজে পালন করুন, অন্যকে এই নিয়ম গুলো পালনে উৎসাহিত করুন।
লেখক- সাহিত্যও বিনোদন সম্পাদক
দৈনিক অজেয় বাংলা
৪ জুন ২০২০
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » নতুন ঘর পেলেন হতদরিদ্র পারুল আক্তার
- » ফেনী জেলার রাষ্ট্রপতি আর নেই
- » ফেনীতে ভূগর্ভস্থ পানির তীব্র সংকট, অকেজো পাঁচ হাজার নলকূপ!
- » বিবেকের চক্ষু খুলে শতবার ভাবুন : মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.)
- » তিনি ছিলেন ইতিহাসের জীবন্ত এক পান্ডুলিপি
- » অসময়ের একটি অকাল মৃত্যু
- » আল্লামা শফীর জীবনী
- » সমাজের সব জানা চাই!
- » ‘চলে যাওয়া মানেই প্রস্থান নয়’ -অ্যাডভোকেট রাশেদ মাযহার
- » মৃত্যু নামক ‘লাষ্ট ষ্টেশন’