সংবাদদাতা :
একের পর এক সুসংবাদে আনন্দিত মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিরা | বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফেনীর গর্ব ৩৮ বছর বয়সী কাজি সাবিল রহমান জো বাইডেন প্রশাসনে হোয়াইট হাউজের এক্সিকিউটিভ অফিসার ম্যানেজমেন্ট এন্ড বাজেট ডিভিশনে ইনফরমেশন এন্ড রেগুলেটরি এফেয়ার্স এর সিনিয়র কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন | তিনি হার্বাড ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞান বিষয়ে জেডি এবং পিএইচডি করেছেন | রোড স্কলার হিসাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্থনীতি সামাজিক বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেন | নিউইয়র্ক সিটির ব্রুকলিন ল স্কুলে এসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হার্বাড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর এবং রুজভেল্ট ইনস্টিটিউট থেকে ফেলো লাভ করেন | তার বাবা কাজী আফজালুর রহমান, মা সেগুপ্তা রহমান | তার পৈতৃক নিবাস ফেনী ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের শিলুয়া গ্রামে পূর্ব শিলুয়া কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন | কাজী সাবিলের বাবা কাজী আফজালুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডার হিসেবে নিউইয়র্ক এ বাংলাদেশ মিশনে ইকোনমিক কাউন্সিলর হিসেবে চাকরি করেছিলেন সেসুবাদে নিউইয়র্ক জন্ম নেয় কাজী সাবিল |
এছাড়া হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ডেপুটি চিফ-অফ-স্টাফ কার্যালয়ের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পেয়েছেন 30 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিক |তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন | তার বাবা মুস্তাক সিদ্দিক এবং মা কামরুল আবেদিন দুজন চিকিৎসক | সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মাদারিনগর গ্রামে তাঁর পৈতৃক নিবাস |
অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফারাহ আহমেদ পল্লী উন্নয়ন সচিবালয়ের চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন | ফারাহ আহমেদ কর্নেল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রী লাভ করেন | তার মা- ড ফেরদৌস আহমেদ ও বাবা ডঃ মাতলুব আহমেদ একটি ইউনিভার্সিটি তে প্রফেসর হিসেবে কর্মরত |
রুমানা আহমেদ এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া যোগদান করেছেন | তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেন | সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দায়িত্ব পালন করেছিলেন | রুমানা আহমেদ মাথায় হিজাব পরার কারনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লোকজন তাকে নানাভাবে অপমান-অপদস্থ শিকার হলে তিনি চাকরি ছেড়ে দেন | বাইডেন প্রশাসনে পূর্ণ নিয়োগ পেয়েছেন রুমানা | তাদের এ উচ্চপদে আসীন হওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা আনন্দে উদ্বেলিত |
তাদের এ পদোন্নতিতে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও ফেনী সোসাইটির নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন এবং মহান আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া কামনা করেছেন |
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
- » ফেনীতে দৈনিক আমার দেশ এর ঈদ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব
- » ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র্যালি ও আলোচনা সভা
- » ফেনীতে কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান- “হলুদ সাংবাদিকতা বর্জন ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে ওঠে সংবাদ পরিবেশন করতে হবে”
- » ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি ও বাদীকে গ্রেপ্তারে ৪৮ঘন্টার আল্টিমেটাম
- » দৈনিক আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন
- » ফেনীর কুক্কুরুত সেলিম: হাসির রাজ্যে নতুন নক্ষত্র
- » ফেনীতে ঈদ আড্ডায় সাংবাদিক নেতা এম আবদুল্লাহ- সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে
- » ফেনী রিপোর্টার্স ইউনিটির ইফতারে সুধীজনদের মিলনমেলা