দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ ইটভাটা মেসার্স ব্রিকস ও মেসার্স আর এল বি ব্রিকস-২ কে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ও ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফাইজুল কবিরের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ এলাকায় ইট পোড়ানো কার্যক্রম পরিচালনা করায় মেসার্স সালামত ব্রিকস ও মেসার্স আর এল বি ব্রিকস-২ কে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে নিষিদ্ধ এলাকা হতে ইটভাটা স্থানান্তরের জন্য নির্দেশ দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফাইজুল কবির জানান, নিষিদ্ধ এলাকায় ইট প্রস্তুত করে পরিবেশ দূষণ করায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুটি ইটভাটার জরিমানা করা হয়। এ ধরনের অভিযান চলবে বলে তিনি জানান।
অভিযানে পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট তানভীর হোসেন, ডাটা এন্ট্রিঅপারেটর দেলোয়ার হোসেন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম
- » দাগনভূঞায় ভারতীয় নাগরিকের নামে ভূয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- » দাগনভূঞায় পল্লীবিদ্যুতের গ্রাহক সমাবেশ ও গণশুনানি
- » দাগনভূঞায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ
- » দাগনভূঞায় যুবদল নেতা নাছিরের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ
- » মরহুম আব্দুল হাই মিলনের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া
- » ফেনীর দাগনভূঞায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
- » দাগনভূঞায় জাকের মালদার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
- » অবশেষে কাটতে যাচ্ছে দুই যুগের অনিশ্চয়তার কালো মেঘ: ডিপিপিভুক্ত হলো দাগনভূঞা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্প
- » দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সেক্রেটারি কাজী ইফতেখার









