.
মো. শফি উল্লাহ :
২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘন্টার বেশি থাকতে হচ্ছে বিদ্যুৎহীন। শহরের চেয়ে গ্রামগঞ্জে অসহনীয় হয়ে উঠেছে লোডশেডিং। গত সপ্তাহে জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর থেকে এই সমস্যা যেন আরও প্রকোট আকার ধারণ করেছে। এর আগে জ্বালানি সংকটের কারণে দেশে গত জুলাই মাস থেকে নতুন করে লোডশেডিং শুরু হয়। গ্রাম এলাকায় পল্লী বিদ্যুতের মাধ্যমে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তাতে সারা বছর এমনিতেই বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকে না। আর নতুন করে লোডশেডিং শুরু করার পর গ্রামে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি হয়েছে। শহর এলাকায় রাতে লোডশেডিং কম করার চেষ্টা হলেও গ্রামে রাতে ও দিনের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ।
এদিকে বিদ্যুৎ সংশ্লিষ্টদের দাবি, চাহিদা তুলনায় বিদ্যুৎ সরবরাহ অর্ধেক পাওয়ায় দেখা দিয়েছে সংকট। গত দুই সপ্তাহ ধরে এই অবস্থা বলে জানিয়েছেন পিডিবি কর্মকর্তা। রুটিন (সময়সূচি) মেনে এক থেকে দুই ঘণ্টার মতো লোডশেডিং করার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগের দেয়া রুটিন মানা হচ্ছে না। রুটিনে নিদিষ্ট সময় উল্লেখ করা হলেও বাস্তবে তার চিত্র ভিন্ন। যখন-তখন যথেচ্ছা সময় বিদ্যুতের লোডশেডিং। প্রতিদিন জেলার কোনো কোনো জায়গায় দশ-বার ঘণ্টা পযর্ন্ত লোডশেডিং হচ্ছে। এ অবস্থায় গরমে কষ্ট পাচ্ছে মানুষ। ব্যবসা-বাণিজ্যে পড়ছে নেতিবাচক প্রভাব। উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানায়। এ সংকট মোকাবিলায় সাধারণ জনগণের পাশাপাশি বিদ্যুৎ বিভাগকেও আরও দায়িত্বশীল আচরণ করার কথা বলছেন বিশিষ্টজনরা। এছাড়া নাগরিকদের এসিসহ ইলেকট্রনিক্স পণ্য ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সোনাগাজী পল্লী বিদ্যুতের আওতাধীন কাজির হাট এলাকার ব্যবসায়ী আজিজুল্লাহ জানান, সকালে বিদ্যুৎ চলে যায়, আসে বেলা ১টার দিকে। আবার বেলা তিনটার দিকে বিদ্যুৎ চলে যায়, আসে দুই ঘন্টা পর। রাতেও কয়েকবার যায়। তার মা খুবই অসুস্থ। এর মধ্যে প্রচ- গরমে বিদ্যুৎ না থাকায় কষ্ট আরও বেড়েছে। স্কুল পড়ুয়া মেয়েটিও ঠিকমত পড়ালেখা করতে পারে না।
বিদ্যুতের লোডশেডিংয়ের শিডিউলের কথা বলা হলেও শিল্পকারখানার ক্ষেত্রে কোনো শিডিউল মানা হচ্ছে না বলে অভিযোগ করে স্টার লাইন (ফুড পোডাক্ট) পরিচালক মাইন উদ্দিন বলেন, ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে শিল্পপ্রতিষ্ঠান সচল রাখা যাচ্ছে না। কারখানা চলাকালীন বিদ্যুৎ চলে গেলে অনেক প্রোডাক্ট ও যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। লোডশেডিংয়ের কারণে উৎপাদন আগের থেকে ২০% কমে গেছে বলে জানান তিনি। চলমান অবস্থার সমাধান না হলে শিল্পকারখানা বন্ধ হয়ে যাবে। জেনারেটর দিয়ে উৎপাদন করলে ব্যয় বেড়ে যায়।
সোনাগাজীর পোল্ট্রি ব্যবসায়ী আজহারুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে খামারের মুরগি মারা যাচ্ছে। উৎপাদন ব্যাহত হচ্ছে। লোকসানের মুখে পড়তে হচ্ছে। বিদ্যুতের অভাবে কয়েক হাজার ব্যবসায়ী লাখ লাখ টাকা লোকসান গুনছেন।
সোনাগাজী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের (ডিজিএম) শনত কুমার ঘোষ বলেন, ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও মাত্র ১২ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে পুরোটাই সরবরাহ করা হচ্ছে উপজেলার ৮২ হাজার গ্রাহকের কাছে। তাছাড়া ঝড়-বৃষ্টি এলেই বিদ্যুৎ লাইনের বহু জায়গায় গাছপালা পড়ে। একটি বড় গাছ সরাতে চার থেকে পাঁচ ঘণ্টাও চলে যায়। তখন পুরো এলাকায় বিদ্যুৎ বন্ধ না রাখলে দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ফেনীর নির্বাহী প্রকৌশলী মো: ছানা উল্লাহ বলেন, রাত্রিকালীন চাহিদার ১৩০ মেগাওয়াটের বিপরীতে ৫০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এছাড়া দিনের বেলায় ৭৫ মেগাওয়াটের বিপরীতে পাওয়া যাচ্ছে ৪০% ।
ফেনী পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, দিনে ৭৫ মেগাওয়াটের বিপরীতে ৩৭ মেগাওয়াট এবং রাতে গড়ে ৪০ শতাংশ সরবরাহ করা হচ্ছে। এছাড়া চাহিদার বা ঘাটতির বাকি বিদ্যুৎ লোডশেডিং দিয়ে পূরণ করা হচ্ছে। শিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করে পরশুরাম পল্লী বিদ্যুৎ এর ডিজিএম গোলাম রাব্বানি বলেন, সকালে উপজেলায় বিদ্যুৎ এর চাহিদা ছিল সাড়ে ছয় মেগাওয়াট। বিপরীতে আড়াই মেগাওয়াট সরবরাহ করা সম্ভব হয়েছে। ফলে ৫০ শতাংশই লোডশেডিং দিতে হচ্ছে। খুবই খারাপ অবস্থা যাচ্ছে। তবে গুরুত্ব বিবেচনায় এলাকাভিত্তিক ক্রমান্বয়ে সেবা দেওয়ার চেষ্টা করছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে অনেকেই – উপদেষ্টা নাহিদ
- » পানি আগ্রাসনের প্রতিবাদ ও ক্ষতিপূরণ দাবি, ফেনীতে ‘স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস
- » বন্যা দুর্গত ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিলেন যুবদল নেতা মুন্না
- » ফেনীতে ধর্ম উপদেষ্টার ১০০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
- » সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের গণমিছিলে উত্তাল ফেনী
- » ফেনীর খাজা আহামেদ ও খোকা মিয়াকে স্বাধীনতা পুরষ্কারে ভূষিত করতে এমপি নাসিমের আবেদন
- » দেশসেরা উপজেলা চেয়ারম্যানের পুরস্কার পেলেন ফেনীর শুসেন চন্দ্র শীল ফেনী প্রতিনিধি
- » সাংবাদিক বান্ধব সরকারের প্রতিপক্ষ নকলার ইউএনও বানিন
- » ভোট ভালো না হলে ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না- ইসি মো. আনিছুর
- » নির্বাচন সংবিধান অনুযাই হবে- শিল্প প্রতিমন্ত্রী