ফেনীতে বিএনপির শোক র্যালিতে আবদুল আউয়াল মিন্টু
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এ সরকারের দমন পীড়নের চিত্র তুলে ধরে বলেন, ডাকাত দল অবৈধভাবে আমাদের দেশটা দখল করে নিয়েছে। অতএব এ অবৈধ দখলদার থেকে দেশকে মুক্ত করতে হবে। যার যা আছে, তা দিয়ে দেশের অবৈধ দখলদার ডাকাতদের প্রতিহত করতে হবে। এ অবৈধ দখলদার থেকে ফেরত এনে মানুষের ভোটের অধিকার ও মানবাধিকার পুনঃরুদ্ধার করা এখন বিএনপির ওপর ঈমানী দায়িত্ব। আমাদের নেতা লন্ডন থেকে ঘোষণা দিয়েছেন, ডাকাতকে ডাকাতের মত দেখতে হবে। রাজপথে ফয়সালা করতে হবে। এখন আর শুধু প্রতিরোধ নয়, এখন প্রতিশোধের পালা। বিএনপি যখন একবার মাঠে নেমেছে, দেশকে উদ্ধার না করে আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। দেশে জালেম আর জুলুমের রাজত্ব চলছে। এ জালেম সরকারকে বিদায় করতে চট্টগ্রামের গণসমাবেশ সফল করতে হবে। এজন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
গতকাল সোমবার বিকেলে ফেনী শহরের ইসলামপুর রোডের আয়োজিত সাম্প্রতিক আন্দোলনে দলের নিহত শহীদ কর্মীদের স্মরনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন। দলের কর্মী আবদুর রহিম, শাওন, নূরে আলম, আবদুল আলিম, শহিদুল ইসলাম শাওনসহ সকল শহীদের স্মরণে ফেনী জেলা বিএনপির উদ্যোগে শহরের ইসলামপুর রোডস্থ ফেনী জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ মজুমদার ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দিন বাসেত। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সহ-সভাপতি হাবিব উল্লাহ পারভেজ, মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রমুখ।
এর আগে সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনীর সোনাগাজী থানা পুলিশের দায়ের করা বিস্ফোরক দ্রব্য, পুলিশের ওপর হামলা ও সরকারী কাজে বাঁধাদান, ভাংচুরের দুটি পৃথক মামলায় ফেনী জেলা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভে বক্তারা বলেন- মুসলিম ভূখণ্ডে হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করা অসম্ভব
- » ফেনী জেলা যুবদলের ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা
- » শহীদ জিয়া স্মৃতি সংসদ অল ইউরোপ আন্তর্জাতিক কমিটি অনুমোদিত
- » আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: ফেনীতে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় সরগরম এলাকা
- » ড: মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি প্রসঙ্গে জেএসডি’র বিবৃতি