বিশেষ প্রতিনিধি:
বিএনপি তালেবানী সরকার গঠনের পায়তারা করছে। তাদের এ তৎপরতা বিনষ্ট করতে হবে। আমরাও গণতন্ত্র চাই, তবে গণতন্ত্রের নামে অস্বাভাবিক সরকার গঠনের কোন উপায় নেই। দেশে আর তত্বাবধায়ক সরকার হওয়ার কোন ব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে ও মশাল মিছিলে প্রধান অতিথি ছিলেন সাংসদ শিরিন আখতার।

তিনি বলেন, গণতন্ত্র মিছিলের অধিকার দেয়, অস্বাভাবিক সরকার গঠনের অধিকার দেয় না। গণতন্ত্র আন্দোলনের অধিকার দেয়, আগুন সন্ত্রাসের অধিকার দেয় না। এদেশে আর কোনো তালেবানি সরকার তৈরি করতে দেওয়া হবে না।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধুয়া তুলে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। দেশ সংকটের মধ্যে আছে উল্লেখ করে শিরীন আখতার বলেন, সংকটের এ সময় কঠিন ঐক্যের প্রয়োজন। ১৪ দলকে আরও শক্তিশালী করতে হবে।
শিরীন আখতার বলেন, সমাজতন্ত্রের পথেই হাঁটতে হবে। উন্নয়ন ও অগ্রগতির জন্য সমাজতন্ত্রের বিকল্প নেই। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ কারি লুটেরাদের দৌরাত্মে দেশ আজ বিপদের সম্মুখীন রয়েছে। ইউক্রেনের যুদ্ধের কারনে আজকে সারা বিশ্বেই সংকট দেখা দিয়েছে। জার্মানী, বিট্রেনে মিছিল হচেছ কিন্তু বাংলাদেশের মানুষ তাদের থেকে ভালো অবস্থানে রয়েছে।
ছাগলনাইয়া উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমীন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য মশাল মিছিল ছাগলনাইয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভে বক্তারা বলেন- মুসলিম ভূখণ্ডে হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করা অসম্ভব
- » ফেনী জেলা যুবদলের ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা
- » শহীদ জিয়া স্মৃতি সংসদ অল ইউরোপ আন্তর্জাতিক কমিটি অনুমোদিত
- » আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: ফেনীতে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় সরগরম এলাকা
- » ড: মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি প্রসঙ্গে জেএসডি’র বিবৃতি









