স্টাফ রিপোর্টার
ফেনী জেলার অন্যতম সেরা কলেজ দরবেশেরহাট পাবলিক কলেজে দাগনভূঞা উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহিকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান ও ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে শনিবার (৫ নভেম্বর) এই সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলার বদলীজনিত বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি।
উক্ত কলেজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক অ্যাডভোকেট এম শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী ও বিশিষ্ট সমাজসেবক কাজী আশ্রফুল হক জীবন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনি।
কলেজের প্রভাষক জাবের হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম জোন এর ডিজিএম আবুল মোবারক, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাউন্টস অফিসার জালাল আহম্মদ, সমাজসেবক জাকের হোসেন খোকন, স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল হাশেম বাচ্চু, যুবলীগের নেতা আইয়ুব, আওয়ামী লীগ নেতা বাছির আমহেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও যুবলীগ নেতা কালাম প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহিকে বদলীজনিত বিদায় সংবর্ধনা এবং অন্যান্য অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে দেশ-জাতির সুখ-সমৃদ্ধি ও কলেজের উন্নতি এবং পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া-মিলাদ পরিচালনা করেন মাওলানা জাকের হোসেন। উল্লেখ্য-জেলার প্রত্যন্ত অঞ্চল দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে দরবেশেরহাট পাবলিক কলেজটি প্রতিষ্ঠার পর থেকে বিগত সাত বছর যাবত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফলে তিনবারই জেলার শীর্ষে এবং চার বার উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করে সবার নজর কড়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ
- » ফেনীতে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- » উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম
- » ফেনীর সোনাগাজীতে জেলা শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট
- » ফেনী সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি
- » কোরাইশ মুন্সি ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মিলনমেলা
- » রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন দিল মোহাম্মদ দিদার
- » ফেনী জেলা শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি-শামছুল হক চৌধুরী, সম্পাদক-আলমগীর চৌধুরী