সোনাগাজী প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির কার্যক্রম আরো এগিয়ে নিতে ফেনী জেলার সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
রোববার মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় ভার্চ্যুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ভার্চ্যুয়াল যুক্ত হয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ফেনীতে জাতীয় পার্টির প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এখন থেকে তৃনমূলকে সুসংগঠিত করতে হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সদস্য সংগ্রহ করে রংপুরের পর ফেনীতে জাতীয় পার্টির দূর্গ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির।
সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মোশররফ হোসেন মৃধার যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাস্টার মানু মিয়া পাটোয়ারী, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংহতির জেলা সভাপতি মো. রেজাউল গনি পলাশ, জেলা জাতীয় পার্টির যুগ্ম প্রচার সম্পাদক রেজাউল করিম সুমন, ফেনী সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্যাহ খান, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দাগনভূঁঞা উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহিম সোহেল, চরমজলিশপুর ইউপির সভাপতি এম এ তাহের, মতিগঞ্জ ইউপির সভাপতি সাহাব উদ্দিন, আমিরাবাদ ইউপির সভাপতি জসিম উদ্দিন। এ সময় সোনাগাজী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। তাই নির্বাচন সামনে রেখে ফেনীর জেলা জাতীয় পার্টির অভিভাবক লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির নির্দেশনায় কাজ করে ফেনীতে জাতীয় পার্টিকে সুসংগঠিত করা হচ্ছে। অতীতের তুলনায় বর্তমানে ফেনীতে জাতীয় পার্টি বেশ শক্ত অবস্থানে রয়েছে। এছাড়াও আগামী নির্বাচন সামনে রেখে একটি রোডম্যাপ তৈরী করা হয়েছে। সে অনুযায়ী তৃণমূলে জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড– শক্তিশালী করতে প্রতিটি উপজেলায় ও ইউনিয়নে বর্ধিত সভার মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পুরোদমে প্রস্তুতি চলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইতিমধ্যে নেতাকর্মীসহ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভে বক্তারা বলেন- মুসলিম ভূখণ্ডে হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করা অসম্ভব
- » ফেনী জেলা যুবদলের ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা
- » শহীদ জিয়া স্মৃতি সংসদ অল ইউরোপ আন্তর্জাতিক কমিটি অনুমোদিত
- » ফেনীর সোনাগাজীতে জেলা শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট
- » আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: ফেনীতে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় সরগরম এলাকা