দাগনভূঁঞা প্রতিনিধি:
দাগনভূঁঞা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়ামী লীগ নেতা এম. শহীদ হোসেন রানার সোমবার বিকালে নিজ গ্রাম দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, মা, ভাই, বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পৃথক শোকবার্তায় তারা মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত স্বজনরা যেন এ শোক কাটিয়ে উঠতে পারে এ কামনা করেন।
নামাজের জানাযার পূর্বে প্রয়াত এম. শহীদ হোসেন রানার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু, জেলা যুবলীগের সভাপতি, দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন, দাগনভূঁঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজাপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুন, এয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, সিন্দুরপুর ইউপির চেয়ারম্যান মো: নুর নবী, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ভূঁঞা, পাঁচগাছিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, পূর্বচন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল, মরহুমের বড় ভাই চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল, আওয়ামী লীগ নেতা এম নুরের ছাপা পলাশ, আইয়ুব খান, ইউসুফ আলী, দুলাল, দাগনভূঁঞা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ ও বর্তমান সভাপতি সামছুদ্দোহা মামুন প্রমুখ। এসময় আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মিন্টু, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, সেনবাগের কাদরা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, কাসেদুল হক বাবর, দৈনিক অজেয় বাংলা’র নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, দাগনভূঁঞা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জহিরুল ইসলাম, যুবলীগ নেতা নুরুল আবছার, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আজাদসহ বিপুল সংখ্যক আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এবং মরহুমের আত্মীয় স্বজন জানাজায় অংশ গ্রহণ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম
- » দাগনভূঞায় ভারতীয় নাগরিকের নামে ভূয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- » দাগনভূঞায় পল্লীবিদ্যুতের গ্রাহক সমাবেশ ও গণশুনানি
- » দাগনভূঞায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ
- » দাগনভূঞায় যুবদল নেতা নাছিরের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ
- » মরহুম আব্দুল হাই মিলনের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া
- » ফেনীর দাগনভূঞায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
- » দাগনভূঞায় জাকের মালদার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
- » অবশেষে কাটতে যাচ্ছে দুই যুগের অনিশ্চয়তার কালো মেঘ: ডিপিপিভুক্ত হলো দাগনভূঞা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্প
- » দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সেক্রেটারি কাজী ইফতেখার