সংবাদদাতা:
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় ও সমৃদ্ধি-উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে উজ্জীবিত করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার প্রেস ব্রিফিং এর মাধ্যমে আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কাতার এর নবগঠিত কমিটিতে সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মোল্লা মো. রাজ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত খাঁন। এছাড়াও কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল মিঞা। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আবু তালেব, জসীম উদ্দিন দুলাল ও এসএম ফরিদুল হক। বাংলাদেশ আওয়ামী লীগ কাতার এর কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাশেম, সহ-সভাপতি মো. আবু তাহের, ইঞ্জিনিয়ার মো. আক্তারুজ্জামান মামুন, নজরুল ইসলাম ভূঞা ও মো. মহিউদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন খান ও মাহবুবুর রহমান শিপন। বাংলাদেশ আওয়ামী লীগ কাতার এর কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন আকন, মো. সৈয়দ আনা মিঞা ও মো. মাহবুবুর রহমান চৌধুরী। কমিটি গঠনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার এর মেয়াদ উত্তীর্ণের পর নতুন কমিটি গঠনের লক্ষে প্রথমে সমন্বয় কমিটি এবং পরে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ কাতার এর নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত খাঁন সকলের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নতুন কমিটি ঘোষণা হওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে ফেনী জেলা আওয়ামী লীগের কান্ডারি জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির হাতকে শক্তিশালী করতে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম. শাহজাহান সাজুর নির্দেশনা মতে কাজ করে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদেরকে সুসংগঠিত করবো এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে স্বপ্নের সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে প্রবাসী বাঙ্গালীসহ সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার সহযোগিতা কামনা করছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভে বক্তারা বলেন- মুসলিম ভূখণ্ডে হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করা অসম্ভব
- » ফেনী জেলা যুবদলের ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা
- » শহীদ জিয়া স্মৃতি সংসদ অল ইউরোপ আন্তর্জাতিক কমিটি অনুমোদিত
- » আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: ফেনীতে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় সরগরম এলাকা
- » ড: মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি প্রসঙ্গে জেএসডি’র বিবৃতি









