হত্যার দাবি মামার
বিশেষ প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার জয় নারায়নপুর গ্রামের একটি পুকুরের পানি থেকে জান্নাতুল আরিফা আক্তার (১০) নামে একজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির মা এ ঘটনায় দাগনভূঞা থানায় একটি অপমৃত্যু মামলা করেন। অপরদিকে শিশুর মামার দাবি তাকে হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, শিশু জান্নাতুল আরিফা আক্তারের (১০) বাবার বাড়ি ফেনীর ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়নপুর গ্রামে। বাবার নাম মো. টিপু মিয়া। মায়ের নাম রুমানা আক্তার। মা রুমানা আক্তারের বাবার বাড়ি একই উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে। শিশু আরিফার জন্মের এক বছর পর শিশুর বাবা ও মায়ের মধ্যে পারিবারিক কলহের জেরে ছাড়াছাড়ি (ডিভোস) হয়ে যায়। শিশুটি তার মায়ের সাথে মামার বাড়িতেই থাকতো। পরে আদালতের আদেশে শিশু আরিফাকে মায়ের কাছ থেকে মাঝে মাঝে ২-১ দিনের জন্য মামার বাড়ি থেকে বাবার বাড়ি জয় নারায়নরপুর বেড়াতে যেতে দেওয়া হতো।
শিশুর মামা মো. মহসীন জানায়, গত ৩ দিন আগে শিশু আরিফা তার মায়ের নিকট থেকে বাবার বাড়িতে যায়। গত বুধবার দুপুর থেকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। সন্ধ্যার সময় তাকে বাবার বাড়ী সংলগ্ন পুকুরে ভাসতে দেখে বাড়ীর লোকজন। তিনি অভিযোগ করেন, ওই পুকুরে পানিও বেশী ছিলনা। তাছাড়া তার ভাগনি আরিফা সাতার জানতো। তাঁর দাবি- আরিফাকে তার বাবার বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুকুরে ফেলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রচার করে। তিনি এঘটনায় যথাযত তদন্ত ও ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় তার মা রুমানা আক্তার থানায় একটি লিখিত অপমৃত্যু মামলা করেছেন। ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট হাতে পেলে পানিতে পড়ে মৃত্যু নাকি হত্যা করা হয়েছে সেটি জানা যাবে। তখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম
- » দাগনভূঞায় ভারতীয় নাগরিকের নামে ভূয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- » দাগনভূঞায় পল্লীবিদ্যুতের গ্রাহক সমাবেশ ও গণশুনানি
- » দাগনভূঞায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ
- » দাগনভূঞায় যুবদল নেতা নাছিরের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ
- » মরহুম আব্দুল হাই মিলনের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া
- » ফেনীর দাগনভূঞায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
- » দাগনভূঞায় জাকের মালদার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
- » অবশেষে কাটতে যাচ্ছে দুই যুগের অনিশ্চয়তার কালো মেঘ: ডিপিপিভুক্ত হলো দাগনভূঞা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্প
- » দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সেক্রেটারি কাজী ইফতেখার