শহর প্রতিনিধি:
দাগনভূঞা পৌরসভার ৩ নং ওয়ার্ড বেতুয়া এলাকায় শাহ আলমের জায়গা দখলের পায়তারা করছে স্থানীয় আবদুল জব্বার রাসেল, নেমাজ উদ্দিন ও আবুল কালাম এবং মো. জামাল গংরা। গত বৃহস্পতিবার এ বিষয়ে ভুক্তভোগী বেতুয়া এলাকার হাজী ঈমান আলী বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে শাহ আলম ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা বিস্তারিত তুলে ধরেন।
.
এসময় লিখিত বক্তব্যে শাহ আলম বলেন, আমাদের পাশের সোহেল আমিনের বাড়ির আবদুল হকের ছেলে আব্দুল জব্বার রাসেল ও আবদুস সোবহানের ছেলে নেজাম উদ্দিন, আবুল কালাম, মোঃ জামাল আমার মালিকীয় জায়গা দখল করেছে। তারা ১২/০৯/১৯৯২ইং তারিখে দাগনভূঁঞা সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৬২৭৫নং দলিল মূলে যাহার খতিয়ান নং-৩৭৫, দাগ নং-৩৫৪, ৩৫৫ দাগের খরিদ কৃত ২৬ ডিং সম্পত্তি জোর পূর্বক জবর দখল করার হিনমানষে বিভিন্ন ভাবে পায়তারা করিয়া আসিতে। ওই দাগের ৫ ডিসিম জায়গায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে তারা দখল করে ঘর নির্মাণ করেছে। বর্তমানে বাদ বাকী ২১ শতক জায়গাও গ্রাস করার জন্য নানা ভাবে পাঁয়তারা করে যাচ্ছে। আমি তাদের আইনবিরোধী কাজে বাধা দিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এমতাবস্থায় আমার আবেদনের প্রেক্ষিতে আদালত ওই স্থানের উপর নিষেধাজ্ঞা জারী করে। আদালতের আদেশ অমান্য করে ওই জায়গায় তারা জোর খাটাইয়া নির্মাণ কাজ চালালে আমরা নিরুপায় হইয়া দাগনভূঞা থানায় ও দাগনভূঞার পৌর মেয়েরর নিকট অভিযোগ দাখিল করিয়া থাকি। থানা কর্তৃপক্ষ এবং মেয়র মহোদয় তাহাদের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়ে থাকেন। থানা কর্তৃপক্ষ বেশ কয়েক দপে নালিশী ভূমিতে গিয়া বিবাদীগণ কে বাঁধা দিয়ে আসিলেও কিন্তু অত্যান্ত প্রভাবশালী বিবাদীগণ কাহারো কোন কথায় কর্নপাত না করিয়া অদ্যবধি তাহাদের জবর দখল সফল করার জন্য অবৈধ ভাবে আদালতের আদেশ অমান্য করিয়া নির্মান কাজ চলমান রাখিয়াছে।
এমতাবস্থায় জবরদখলকারীরা কারো কোন কথায় কর্ণপাত করছেনা। তারা নিজেদের মত করে আমাদের জায়গা দখল করে নিয়ে যাচ্ছে। প্রতিপক্ষগণ যে ভাবে কাজ করিতেছে যে কোন সময় আমার জায়গাটি তাহারা পুরাপুরি দখল করিয়া নিবে। তাই আমি এ বিষয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম
- » দাগনভূঞায় ভারতীয় নাগরিকের নামে ভূয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- » দাগনভূঞায় পল্লীবিদ্যুতের গ্রাহক সমাবেশ ও গণশুনানি
- » দাগনভূঞায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ
- » দাগনভূঞায় যুবদল নেতা নাছিরের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ
- » মরহুম আব্দুল হাই মিলনের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া
- » ফেনীর দাগনভূঞায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
- » দাগনভূঞায় জাকের মালদার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
- » অবশেষে কাটতে যাচ্ছে দুই যুগের অনিশ্চয়তার কালো মেঘ: ডিপিপিভুক্ত হলো দাগনভূঞা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্প
- » দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সেক্রেটারি কাজী ইফতেখার