ওমর ফারুক, সোনাগাজী>>
সদ্য প্রকাশিত প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সোনাগাজী উপজেলায় এবারো উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরভ অর্জন করেছে এনায়েত উল্যাহ মহিলা কলেজ।
এনায়েত উল্যাহ মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ১৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১২৪ জন। ব্যবসায়িক শিক্ষায় ৩৮ জন অংশ নিয়ে ৩১ জন এবং মানবিকে ১৩৩ জন অংশ নিয়ে ৯৭ জন উত্তীর্ণ হয়েছেন।পাশের হার ৭৫.৭৪%, জিপিএ ফাইভ পেয়েছেন ০১ জন শিক্ষার্থী।
এছাড়া সোনাগাজী সরকারি কলেজ ৩২.৬৩%,বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ ২৬.১২%,আমিরাবাদ বি সি লাহা স্কুল এন্ড কলেজ ৪৫.১০%। উল্লেখ্য যে,কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৩৯%। বরাবরের মত এবারও এনায়েত উল্লাহ মহিলা কলেজ উপজেলায় সেরা ফলাফল অর্জন করেছেন। কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মিতা জানান, অধ্যক্ষ সহ শিক্ষকদের আন্তরিকতা পাশাপাশি মেধাভিত্তিক যুগোপযোগী পাঠদান ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় ফলফলে বরাবরের মত মেয়েরা উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রুহুল আমীন জানান, প্রথমে আল্লাহ’র শুকরিয়া আদায় করছি তারপর ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রত্যেকের সমন্বয় ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা এমন ফলাফলে আনন্দিত, ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আরো ভাল করা সম্ভব আশাকরি আগামীতে আমরা আরও ভাল করতে পারবো। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন জানান, এনায়েত উল্যাহ মহিলা কলেজ ছাড়া বাকি সব কলেজে ফলাফল হতাশা জনক, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, এইচএসসির ফলাফলে সোনাগাজী সরকারি কলেজ সহ সবকয়টি কলেজে হতাশা জনক ব্যতিক্রম এনায়েত উল্যাহ মহিলা কলেজ তাদের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা প্রশংসার দাবি রাখে.।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ
- » ফেনীতে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- » উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম
- » ফেনীর সোনাগাজীতে জেলা শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট
- » ফেনী সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি
- » কোরাইশ মুন্সি ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মিলনমেলা
- » রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন দিল মোহাম্মদ দিদার
- » ফেনী জেলা শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি-শামছুল হক চৌধুরী, সম্পাদক-আলমগীর চৌধুরী