বিশেষ প্রতিনিধি
দাগনভূঞায় নিহত ছাত্রের পরিচয় দিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কেউ দাবি করছে ছাত্রলীগের কর্মী। আর কেউ বলছে ছাত্রদলের সদস্য। এমুত্যুকে ঘিরে একজন অসুস্থ প্যারালাইসিস রোগীকে জড়িত করে নানাভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
.
প্রবাসী নিজাম জানান, আমি একজন প্রবাসী ও প্যারালাইসিস রোগী।দীর্ঘ ২৭ বছর যাবৎ কঠোর পরিশ্রম করে দাগনভূঞায় উপজেলার পাশে জমি খরিদ করে একটি বাসাবাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছি।সেখানে প্রবাসী পরিবারসহ অনেকে বসবাস করেন। তার এক ভাড়াটিয়া নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা এক নারী সাথে নিয়ে কেয়ারটেকার সুমনের সাথে কথা কাটাকাটির পর্যায়ে তাকে দেখা নেয়ার হুমকি দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশ যখন আন্দেলনে উত্তাল, তখন এ সুযোগ সন্ধানী নারী তার মেয়েকে দিয়ে বহিরাগত সন্ত্রাসী এনে পরিকল্পিত ভাবে আমার বাসায় হামলা চালায়। যার ভিডিও ফুটেজে প্রমান আছে। বাহিরের সিসিটিভি ক্যামেরা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রথম মনি তার মেয়েসহ সন্ত্রাসী হামলা চালায়। এতে কেয়ার টেকার সুমনকে বেদম প্রহার করে।পরে আশেপাশের মানুষজন ও সন্ত্রাসীদের মারামারির ঘটনায় অনেকে আহত হয়েছে। আমি আমার পরিবারের কেউ মারামারিতে ছিলাম না। অথচ আমাদেরকে জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহল।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদে জানাই। একটি মহল আমাদেরকে জড়িয়ে নানাভাবে চক্রান্ত করে আসছে দীর্ঘ দিন থেকে। তাদের হীন স্বার্থ ও রাজনৈতিক কায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে সাজানো নাটক দিয়ে হয়রানি করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেকোন হত্যাকান্ডের মূল রহস্য সঠিকভাবে তদন্তের মাধ্যমে উদঘাটন হোক এটা আমরা চাই।আমরা এঘটনার সাথে আদৌ জড়িত নই। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার জন্য সকলের সহযোগিতা কামনা করি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম
- » দাগনভূঞায় ভারতীয় নাগরিকের নামে ভূয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- » দাগনভূঞায় পল্লীবিদ্যুতের গ্রাহক সমাবেশ ও গণশুনানি
- » দাগনভূঞায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ
- » দাগনভূঞায় যুবদল নেতা নাছিরের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ
- » মরহুম আব্দুল হাই মিলনের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া
- » ফেনীর দাগনভূঞায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
- » দাগনভূঞায় জাকের মালদার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
- » অবশেষে কাটতে যাচ্ছে দুই যুগের অনিশ্চয়তার কালো মেঘ: ডিপিপিভুক্ত হলো দাগনভূঞা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্প
- » দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম, সেক্রেটারি কাজী ইফতেখার