মোঃ বেলায়েত হোসেন
“এসো হে বৈশাখ এসো এসো”
গানে-গানে ছন্দে-সুরে,
আকবরী আমল থেকে বৈশাখকে ডেকেছে মনে -প্রাণে,
এসেছে বাঙ্গালির আত্মার আত্মীয় হয়ে।
অকৃত্রিমতার উজাড় প্রাণে
সাদামাটা উদযাপন ছিলো স্বতঃস্ফূর্ত ক্ষণে।
এখন আর অনেকে মন থেকে চায় না
তবুও সে মন খারাপ করে দূরে সরে যায় না,
না চাইলেও বার বার আসে—-
চাকমাদের ‘বিজু’
ত্রিপুরাদের ‘বৈসু’
মারমা,খুমীদের ‘সাংগ্রাই’
তঞ্চঙ্গ্যাদের ‘বিসু’
ম্রোদের ‘চাংক্রান পোয়ে’
খেয়াংদের ‘সাংলান’
আর বাঙ্গালির ‘পহেলা বৈশাখ’ হয়ে।
কালে -কালে হয়তো না চাওয়ার দল ভারী হবে জগতে
তবুও সে আসবে—
চৈত্র সংক্রান্তি শেষে
অনন্য এক শক্তি হয়ে
নতুনের আগমনী বার্তা নিয়ে
জরা দূর করে।
ঘুম ভাঙ্গাবে ঝঞ্ঝা হয়ে,
মন উড়াবে পাগলা হাওয়ার ভেলায়
আম্রকুঁড়ির গন্ধ নিয়ে
জলে জলে ভাসবে ফুল বিজু হয়ে
ছোট্র শিশুর লাল-সাদা পোশাকে রঙ্গিন হাসিতে
বারে বারে আসবে
‘শুভ নববর্ষ’ হয়ে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীতে কাশফুল একাডেমি পরিদর্শনে গীতিকার ও কবি তারিক হোসেন
- » ফেনীতে ‘সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন প্রখ্যাত লেখক, চিন্তক, গণবুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান
- » ফেনীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
- » বইমেলায় শামীম আনসারীর ‘জেল থেকে বলছি’ গ্রন্থের মোড়ক উন্মোচন
- » সালাম
- » ফেনীতে সেলিম আল দীনের স্বর্ণবোয়াল নাটকের মঞ্চায়ন
- » ফেনীতে সাহিত্যের কাগজ ঝিনুকের মোড়ক উন্মোচন
- » প্রণোদনা, ঋণ মওকুফ ও স্বল্পসুদে ঋণ প্রদানের দাবি বিসিক শিল্প মালিকদের
- » বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগঃ ফেনীর ১০ প্রতিষ্ঠানকে দেয়া হলো ৩ হাজার ৭০টি বই
- » অমরত্ব