মোঃ বেলায়েত হোসেন
তোমারও হয়েছে কাল;
তুমিও আসবে বলে আসো না,
কতশত সহস্র প্রাণ অপেক্ষার প্রহর গুনতে গুনতে প্রতিটি মুহূর্ত হয়েছে একেকটি কাল,
তোমার অপেক্ষায় কখনো দৃষ্টি
সুবিস্তীর্ণ আকাশে,
আবার কখনো পাতালে।
তোমার অগোচরে ঠাঁই করে নিয়েছে
প্রখর উষ্ণতা,
প্রচন্ড তাপদাহে জ্বালায়
কখনো দেহে, কখনো মনে
তাই দিগ্বিদিক সবকিছুই আনমনে।
ক্লান্ত পাখিরাও এ ডাল থেকে ঐ ডালে খুঁজে ফেরে স্বস্তি
উষ্ণ পানি খেতেই পুড়ে যায় অস্থি।
কি এমন অভিমান তোমার?
না-কি তুমিও গুনছো অপেক্ষার প্রহর?
রাগে- অভিমানে চৌচির চারপাশ
গহীনেও আজ অযোগ্য আবাস।
শুকনো পাতার মড়মড়ে শব্দ
সবকিছুতেই মনে বিরক্ত
এমনই কাটছে কাল- অব্দ।
আজ তোমায় বড় প্রয়োজন
চলে এসো জল হয়ে
ভুলে গিয়ে অভিমান,
ভাসিয়ে মনের কোনে
বাঁচাও শতকোটি প্রাণ।
…..ও বৃষ্টি।।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীতে কাশফুল একাডেমি পরিদর্শনে গীতিকার ও কবি তারিক হোসেন
- » ফেনীতে ‘সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন প্রখ্যাত লেখক, চিন্তক, গণবুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান
- » ফেনীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
- » বইমেলায় শামীম আনসারীর ‘জেল থেকে বলছি’ গ্রন্থের মোড়ক উন্মোচন
- » সালাম
- » ফেনীতে সেলিম আল দীনের স্বর্ণবোয়াল নাটকের মঞ্চায়ন
- » ফেনীতে সাহিত্যের কাগজ ঝিনুকের মোড়ক উন্মোচন
- » প্রণোদনা, ঋণ মওকুফ ও স্বল্পসুদে ঋণ প্রদানের দাবি বিসিক শিল্প মালিকদের
- » বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগঃ ফেনীর ১০ প্রতিষ্ঠানকে দেয়া হলো ৩ হাজার ৭০টি বই
- » অমরত্ব