স্টাফ রিপোর্টার:
ফেনীর ছাগলনাইয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোহাম্মদ কামরুল ইসলাম ফরহাদ (৩০)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব বাঁশপাড়া মজুমদার বাড়ির মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। রায় ঘোষণার পর তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, আসামি কামরুল ইসলামের সঙ্গে একই এলাকার এক তরুণীর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ২০১৬ সালের ২২ আগস্ট সন্ধ্যায় বেড়ানোর কথা বলে কামরুল তার প্রেমিকাকে ফোন দেন এবং ছাগলনাইয়া উপজেলা সদরে যেতে বলেন। ওই তরুণীও সরল বিশ্বাসে বাড়ি থেকে বের হয়ে উপজেলা সদরে যান। এরপর তাকে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশায় তুলে উপজেলার দক্ষিণ যশপুর এলাকায় জনৈক নুর আলম ভূঞার একটি নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে যান কামরুল।
সেখানে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরদিন সকালে আবারও একটি নম্বরবিহীন অটোরিকশায় করে তাকে তুলে নিয়ে তাদের বাড়ির পাশে নামিয়ে দেন। তরুণী বিয়ের জন্য চাপ দিলে কামরুল অস্বীকার করেন। পরে ওই তরুণী বিষয়টি তার বাবা-মাকে জানান। এরপর কামরুলকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। একপর্যায়ে ফোন বন্ধ করে দেন।
এ ঘটনায় ওই তরুণী ছাগলনাইয়া থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মুর্শিদ সরকার আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় বাদীসহ মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » দাগনভূঞায় ভারতীয় নাগরিকের নামে ভূয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- » ফেনীর পাঁচগাছিয়ায় নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
- » চার যুবকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন
- » ফেনীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ কোয়ার্টারে ভবন নির্মাণ: সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ
- » ফেনীতে সংবাদ সম্মেলনে অভিযোগ: পাওনাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বিমান দত্ত
- » ফেনীতে অপহরণ ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার-৫
- » কোম্পানীগঞ্জের চরপার্বতীপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শিক্ষক পরিবারের ঘরে আগুন
- » ফুলগাজীর মাদক-কারবারিকে নিয়ে সংবাদ করায় দৈনিক ফেনীর সাংবাদিকের বিরুদ্ধে মামলা
- » ফেনীতে শিশু নাশিত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন