নিজস্ব প্রতিবেদক:
ফেনীর সোনাগাজীতে ২০০৩ সালে মাকে বেঁধে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১৯ বছর ধরে পলাতক ফাঁসির আসামী আলি নবী ওরফে লাতু মিয়া (৫৫) কে মঙ্গলবার রাতে ঢাকার মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার নাজিরপুর গ্রামে। আদালত ফাঁসির রায় দেওয়ার পর ঢাকায় একটি মাজারে আত্মগোপন করেছিলেন তিনি।
২০০৩ সালের ১৩ মে রাতে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের একটি বাড়িতে ঘরের দরজা ভেঙে বিধবা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পরদিন সোনাগাজী থানায় মো. ফারুক, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতু মিয়াসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে গত ১৪ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার তিন আসামির মৃত্যুদ- ও এক আসামিকে খালাসের রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক দ-প্রাপ্তকে ২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। ১৯ বছর পর আদালত জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতু মিয়াকে মৃত্যুদ- দেন।
২০০৩ সালে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর কিছুদিন কারাগারে ছিল আসামিরা। জামিন নিয়ে লাতু মিয়ার পালিয়ে চট্টগ্রামে গিয়ে রিকশা চালাতে শুরু করেন। এরপর তিনি চুরি ডাকাতিতে জড়িয়ে পড়েন। একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়ে জেলও খাটেন। জামিনে বের হয়ে তিনি গোপনে তার বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় জীবন যাপন করতেন। তিনি মাঝে মাঝে তার বাড়িতে এসে গোপনে তার স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করে অর্থ নিয়ে যেতেন। এরপর তিনি কিছুদিন সিলেটে মাজার এলাকায় ঘুরে বেড়ায়। একপর্যায়ে ঢাকায় এসে ফুটপাতে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবসা করেন। পরে তিনি দারোয়ানের চাকরি নেন। পলাতক জীবনে তিনি নিজেকে অলি নবী হিসেবে পরিচয় দিতেন। তার নামে ফুলগাজী থানায় একটি ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগসহ তিনটি মামলা আছে।
ঢাকার দক্ষিণ বাড্ডা লিংক রোড় থেকে গ্রেফতারের পর মঙ্গলবার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বুধবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তিনি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে ও চার কন্যাসন্তানের জনক।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান লাতুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » দাগনভূঞায় ভারতীয় নাগরিকের নামে ভূয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- » ফেনীর সোনাগাজীতে জেলা শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট
- » ফেনীর পাঁচগাছিয়ায় নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
- » চার যুবকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন
- » ফেনীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ কোয়ার্টারে ভবন নির্মাণ: সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ
- » ফেনীতে সংবাদ সম্মেলনে অভিযোগ: পাওনাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বিমান দত্ত
- » ফেনীতে অপহরণ ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার-৫
- » কোম্পানীগঞ্জের চরপার্বতীপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শিক্ষক পরিবারের ঘরে আগুন
- » ফুলগাজীর মাদক-কারবারিকে নিয়ে সংবাদ করায় দৈনিক ফেনীর সাংবাদিকের বিরুদ্ধে মামলা