নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে পৃথক ২টি মাদকের মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসূফ এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন – একটি মামলায় মো. মোশাররফ হোসেন (৫৮)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া (নতুন পাড়া) এলাকার বাসিন্দা। অপর মামলার আসামি মো. সহিদ উল্যাহ (৫০)। তিনি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়ীয়া গ্রামের বাসিন্দা। আদালতে রায় ঘোষনার সময় তারা দুই জনই অনুপস্থিত (পলাতক) ছিলেন। তারা যখন গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণ করবেন তখন থেকে রায় কর্যকর হবে।
মামলার এজাহার ও আদালত সুত্র জানায়, ২০১৩ সালের ৪ এপ্রিল রাত ৮ টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়ীয়া সীমান্ত চৌকির বিজিবি সদস্যদের হাতে ২১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় আসামি মো. সহিদ উল্যাহ। এ ঘটনায় বিজিবির গিল্লাবাড়ীয়া চৌকির হাবিলদার মো. আবদুল হান্নান বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) যোবাইদুন নাহার ওই একই বছরের ৫ মে আদালতে একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ৫ জনের সাক্ষ্য গ্রহন করা হয়। শেষে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। রায়ে একমাত্র আসামী মো. সহিদ উল্যাহকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।
অপর মামলায় ফেনীর ছাগলনাইয়া থানার বাঁশপাড়া (নতুন পাড়া) এলাকায় গত ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ৩০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে পুলিশ । এ ঘটনায় ছাগলনাইয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলা উদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই বছর ১৪ মার্চ ছাগলনাইয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা তদন্ত শেষে একমাত্র আসামি মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহন শেষে বৃহস্পতিবার ( ২২ জুন) দুপুরে বিচারক রায় ঘোষনা করেন। এতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের রাস্ট্র পক্ষের আইনজীবী দিজেন্দ্র কুমার কংশ বনিক জানান, আসামিরা গ্রেপ্তারে পর জামিনে ছাড়া পেয়ে পলাতক হয়ে যায়। রায় ঘোষণার দুই মামলার দুইজন আসামি অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুইজন আসামিকে পৃথক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » দাগনভূঞায় ভারতীয় নাগরিকের নামে ভূয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- » ফেনীর পাঁচগাছিয়ায় নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
- » চার যুবকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন
- » ফেনীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ কোয়ার্টারে ভবন নির্মাণ: সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ
- » ফেনীতে সংবাদ সম্মেলনে অভিযোগ: পাওনাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বিমান দত্ত
- » ফেনীতে অপহরণ ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার-৫
- » কোম্পানীগঞ্জের চরপার্বতীপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শিক্ষক পরিবারের ঘরে আগুন
- » ফুলগাজীর মাদক-কারবারিকে নিয়ে সংবাদ করায় দৈনিক ফেনীর সাংবাদিকের বিরুদ্ধে মামলা
- » ফেনীতে শিশু নাশিত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন