স্টাফ রিপোর্টার :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৩৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ও ১২ নভেম্বর ২ দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন খোকনের সার্বিক ব্যবস্থাপনায় ও মাস্টার আবদুর রউফ সেক্রেটারির সভাপতিত্বে মাহফিলের সমাপনী অধিবেশনে প্রধান ওয়ায়েজ ছিলেন, চট্রগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্সের সহকারি অধ্যাপক মাও. মোঃ মাহমুদুল হাসান।
সমাপনী দিবসের প্রধান অতিথি ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বলেন, পবিত্র ধর্ম ইসলাম হচ্ছে শান্তি ও সাম্যের ধর্ম। এ ধর্মে সন্ত্রাস জঙ্গীবাদের কোন স্থান নেই। পবিত্র কোরআন এর আলোকে নিজেদের জীবন গড়ে, দেশ প্রেমে উদ্বর্ধ হয়ে সবাই মিলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানান।
মাদ্রাসা শিক্ষক হাফেজ রুহুল আমিনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথী ছিলেন, ফেনীর জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক লিটন, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞাঁ, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মোঃ ইকবাল উদ্দিন স্বপন, ফেনীর পিডিবি কর্মকর্তা খুরশিদ আলম, ধুমসাহাদ্দা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষ মানু মিয়া পাটোয়ারী প্রমুখ।
এর আগে গত ১১ নভেম্বর মাহফিলের প্রথম দিবসের অধিবেশনে ফেনীর প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম.এ হানিফ’র সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ ছিলেন ঢাকা পদ্মা টেক্সটাইল জামে মসজিদের খতিব অধ্যক্ষ মফিজুর রহমান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বটুয়া দিঘীর পাড় জামে মসজিদ পাঠাগারের উদ্যোগ ধর্মপুরে মাহে রমজানের লিফলেট বিতরণ
- » লতিফপুরে আল-জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ কাজ উদ্বোধন
- » সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ২২ কিশোর
- » ইঞ্জিনিয়ার এম. সাখাওয়াত খাঁন’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- » মনোয়ার হোসেন সেন্টুর সহযোগিতায় আরডিএস এর ইফতার
- » ফেনীতে মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের তিন দিনের কর্মশালা উদ্বোধন
- » জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন মাওলানা খালেক
- » ফেনীর মধ্য চাড়িপুর নূরানী মাদ্রাসার ওয়াজ মাহফিল ও প্রদর্শনী
- » ফেনীতে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন
- » রক্ত দিয়ে হলেও ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে- বিরলীর প্রতিবাদ সমাবেশে বক্তাগণ