নুরুল আমিন হৃদয় :
একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও অনুষ্ঠান নির্মাতা খায়রুল বাবুইয়ের ভিন্ন স্বাদের দুটি গল্পের বই। দেশ পাবলিকেশন্স থেকে অদ্ভুত সব অনুভূতির অন্যরকম ভাবনার গল্পগ্রন্থ ‘তনুর সঙ্গে তিন রাত’ এবং চৈতন্য প্রকাশনী থেকে হাসির গল্পগ্রন্থ ‘রমরমা রম্য’। দুটো বইয়েরই প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান।
এবার শুধু গল্পই কেন? উত্তরে খায়রুল বাবুই বলেন, ‘আমাদের জীবন আসলে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য গল্পের সমষ্টি। কারো গল্প আশার, কারোটা না-পাওয়ার; কিছু আছে স্বপ্নের, কিছু বেদনার আর কিছু আনন্দের। গল্পকে এড়িয়ে জীবনকে যাপন করা অসম্ভব। আমি এবার চেষ্টা করেছি পাঠকদের সঙ্গে গল্পের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে। এবার তবে গল্পই হোক।’
খায়রুল বাবুই একজন তরুণ পাঠকপ্রিয় লেখক। দীর্ঘদিন থেকে নানা ধরন ও আঙ্গিকের লেখা লিখছেন তিনি। দেশের প্রথম সারির দৈনিক পত্রিকাগুলোতে ফিচার, ছড়া ও গল্প লেখার মাধ্যমে শুরু। বেশ কয়েকবছর ধরে নিয়মিত লিখছেন শিশুতোষ গল্প।
বড়দের পাশাপাশি এবার শিশু-কিশোরদের জন্যও শৈশব প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘স্কুল যেতে ভয় নেই’ ও ‘বুদ্ধির জোর’ নামে খায়রুল বাবুইয়ের দুটি গল্পবই।
এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৯।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীতে আড়াই হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দিল লায়ন্স ক্লাব
- » ফেনীর মাহবুবুল হক পেয়ারা সুইমিংপুল ২৫ বছরেও চালু হয়নি! # এখন এটি বখাটে ও মাদকসেবীর আড্ডাখানা, পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, দেয়ালে ধরেছে ফাটল
- » ফেনীতে কাশফুল একাডেমি পরিদর্শনে গীতিকার ও কবি তারিক হোসেন
- » ফেনীতে ‘সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন প্রখ্যাত লেখক, চিন্তক, গণবুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান
- » প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের একটা সম্পদ- ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম
- » ফেনীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
- » বইমেলায় শামীম আনসারীর ‘জেল থেকে বলছি’ গ্রন্থের মোড়ক উন্মোচন
- » সালাম
- » ফেনীতে সেলিম আল দীনের স্বর্ণবোয়াল নাটকের মঞ্চায়ন
- » ফেনীতে সাহিত্যের কাগজ ঝিনুকের মোড়ক উন্মোচন